করোনা আবহয়ে বলিউডের অনেক সেলেব দম্পতি গুডনিউজ শুনিয়েছেন। এবারে সেই দলে নাম লেখালেন কাপুর খানদান। আজ্ঞে হ্যাঁ, করোনা আবহেই খুশির খবর ছড়িয়ে গেল কাপুর পরিবারে, এলো এক ক্ষুদে শিশু।

অনিলের প্রথম কন্যা রিয়া কাপুর ( Rhea Kapoor) একটি ট্যুইট করেন যেখানে অনিল কাপুর একটি কুকুর ছানাকে কোলে নিয়ে আদর করছেন। এই প্রসঙ্গে অনিল কন্যা ক্যাপশনে লেখেন, “আমাদের পরিবারে একজন নতুন সদস্য আছে। তাঁর নাম হল রাসেল ক্রো কাপুর। তিনি ইতিমধ্যে এই বাড়িটি মাথায় করে রেখেছেন । তাঁর বয়স ৫৫ দিনের এবং আদরের একটি গোটা বান্ডিল। রাসেল প্রথম দু’দিন অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আমাদের সকলের মনে ফেলার ভয় দেখিয়েছিলেন, আমি শিশুর মতো কাঁদতাম ওকে দেখে। যাইহোক, রাসেল এখন শীর্ষ ফর্মে ফিরেছেন। ওই সব কিছু।”
যদিও এই ভিডিওতে অনিল কাপুরের ছোট কন্যা সোনাম কাপুরকে দেখা যায় নি।

রিয়ার আদরের পোষ্যের নাম রেখেছেন রাসেল ক্রাও কাপুর। রিয়ার দাবি, রাসেল ‘Prince of Juhu’। ইতিমধ্যেই রিয়া রাসেলের নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলেছেন।