নিউজরাজ্য

২০ হাজারের গণ্ডি স্পর্শ দৈনিক সংক্রমণে, আগামী ১৫ দিনে আরও ভয়াবহ পরিস্থিতি হবে বাংলায়

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২১৬ জন

Advertisement
Advertisement

করোনা ভাইরাস সংক্রমন লাফিয়ে বাড়ছে ভারতের বুকে। গতবছরের সংক্রমনের ভয়ংকরতা ছাপিয়ে গেছে চলতি বছরের সংক্রমণ। বছরের প্রথম দিকে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও এপ্রিল মাসের শুরু থেকে প্রায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এখন দৈনিক ৪ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই দ্বিতীয় ঢেউতে বেসামাল গোটা দেশ। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না এবং একাধিক রাজ্যে রোগীরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। রোগীদের ভর্তি করার জন্য হাসপাতালে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মত বাংলার অবস্থা বেহাল। এমনকি দৈনিক সংক্রমণ একলাফে গত ২৪ ঘন্টায় ২০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

Advertisement
Advertisement

আজ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২১৬ জন। এছাড়া মৃত্যু সেঞ্চুরি পেরিয়েছে। গতকাল মৃত্যু হয়েছে ১১২ জনের। বর্তমানে রাজ্যে একটিভ করোনা আক্রান্ত সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৯৮ জন। গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৭৮০ জন। রাজ্যে প্রতিদিন চলতি সপ্তাহের শুরুতে টেস্ট হচ্ছিল ৬০-৬১ হাজার। তবে সপ্তাহের শেষে এসে তা দাঁড়িয়েছে ৬৪ হাজারে। এছাড়াও জানা গিয়েছে আগামী ১৫ দিনে রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে যদি এখন থেকে না কোন ব্যবস্থা গ্রহণ করা হয়। এমনকি এই আশঙ্কার কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, সংক্রমনের নিরিখে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতায় এবং উত্তর ২৪ পরগনা জেলায়। গতকাল কলকাতাতে শুধুমাত্র ৩৯১৫ জন করোনার কবলে পড়েছেন। অন্যদিকে সংক্রমণ হার কলকাতার চেয়ে কম থাকলেও মৃত্যুহারে আগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। গতকাল এই উত্তর ২৪ পরগনা জেলা থেকে করোনা সংক্রামিত হয়েছে ৩৯০০ জনের মধ্যে এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button