ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৪ শতাংশ বাড়লো মহার্ঘ ভাতা, দশেরার আগে বকেয়া পাবেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা

এই মুহূর্তে সিকিম সরকার তাদের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছে

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবারে এসে গেল একটা দারুন খবর। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মহার্ঘ ভাতার জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য এসেছে দারুন খবর। বিভিন্ন রাজ্য সরকার কর্মচারীদের ডিএ বকেয়া পরিশোধ করছে। এরই মধ্যে এবারে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করেছে। সিকিমের মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে গিয়ে বলেছেন, সমস্ত সরকারি কর্মচারীরা ২০২৩ সালের জানুয়ারি থেকে চার শতাংশ বেশি মহার্ঘ ভাতা পাবে। চার শতাংশ বৃদ্ধির সাথে সিকিমের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এই মুহূর্তে হয়েছে ৪২ শতাংশ।

Advertisement
Advertisement

আগামী মাসে দশেরা উৎসবের আগে বকেয়া টাকা পরিশোধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী। অর্থাৎ দশেরার আগে সিকিমের রাজ্য সরকারি কর্মচারীরা পেয়ে যাবেন একটা মোটা টাকা। এছাড়াও সিকিমের পুরনো পেনশন প্রকল্প যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মাসের দ্বিতীয় মহার্ঘ ভাতের জন্য অপেক্ষা করছেন। আগে ঘোষণা করা হবে বলে আশা করা হলেও, এখন বিশেষজ্ঞরা ধারণা করছেন মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি হতে পারে। একই সাথে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ্য ত্রাণ অর্থাৎ ডি আর বৃদ্ধি হবে ৩ শতাংশ। সব মিলিয়ে সরকারি কর্মচারীদের জন্য সময়টা খুব ভালো যাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button