নিউজরাজ্য

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান, সোমবার ব্যাপক পরিবর্তন রাজ্যের আবহাওয়ায়

Advertisement
Advertisement

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আমফান প্রবল বেগে ধেয়ে আসছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে পরিণত হবে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। শনিবার তা আছড়ে পড়তে পারে উপকূলে। তবে রবিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব এরাজ্যে পড়বে না। সোমবার থেকে পশ্চিমবঙ্গে আমফানের সরাসরি প্রভাব পড়তে শুরু করবে। তেমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে টানা বৃষ্টিপাত চলতে পারে আগামী কয়েকদিন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement
ক্রমেই শক্তি বাড়াচ্ছে আমফান, গতিপথ বদলে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে মারাত্মক সাইক্লোন

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবারে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপে অবস্থান করবে এটি। শনিবারে এটি মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেখান থেকে রবিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে এগোবে। রবিবারের পর এটি দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে। এর প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ৭০-১১০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলবারের পর বুধবার এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

Advertisement
ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ১৬ই মে আছড়ে পড়তে পারে বঙ্গে

প্রশাসনের তরফে ইতিমধ্যেই মৎসজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা গভীর সমুদ্রে আছেন, তাদের ফিরে আসতে বলা হয়েছে। উড়িষ্যা উপকূলের দিকে থাকা সমস্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা গভীর সমুদ্রে আছে তাদের ফিরে আসতে বলা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button