Today Trending Newsব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

অপরিশোধিত তেলের দাম কমলো, ভারতের বাজারেও তেলের দামে বিপুল পরিবর্তন

Advertisement
Advertisement

করোনা ভাইরাস ছড়ানোর পর থেকেই আর্থিক মন্দার আশঙ্কায় ভুগছে সারা বিশ্ব। আর সেই আশঙ্কাকে সত্যি করে একদিনে বিশ্বজুড়ে রেকর্ড পতন হলো অপরিশোধিত তেলের দামের। গতকাল অপরিশোধিত তেলের দাম একধাক্কায় ৩১% পড়ে যায়। গালফ ওয়ারের পর এত দাম এই পর্যন্ত পড়েনি। বাজার খোলার সাথে সাথে দাম পড়ে ব্যারেল প্রতি তেলের দাম দাঁড়ায় ৩১.০২ ডলারে। পরে অবশ্য তা একটু বেড়ে দাঁড়ায় ব্যারেল প্রতি ৩৬ ডলারে।

Advertisement
Advertisement

তবে আন্তর্জাতিক বাজারে এই দাম কমার কতটা প্রভাব ভারতে তেলের দামে পড়বে তা নিয়ে যথেষ্টই সন্দেহ আছে। যদিও গত এক সপ্তাহ ধরে ভারতে তেলের দাম ২ টাকা পর্যন্ত কমেছে। আজও দাম কমেছে পেট্রোল ডিজেলের। মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম কমেছে যথাক্রমে ৩০ পয়সা ও ২৫ পয়সা করে। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৭২.৯৮ টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৬৫.৩৪ টাকা।

Advertisement

আরও পড়ুন : সোনার দামে পতন, দাম নামলো ৪৫ হাজারের নীচে

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের আক্রমণের পর থেকেই আন্তর্জাতিক বাজারে দাম কমছিল তেলের। সেই দামে স্থিতিশীলতা আনতে গত সপ্তাহেই বৈঠকে বসেছিল ওপেক গোষ্ঠী এবং রাশিয়া। কিন্তু সেখানে কোনো সমাধান সূত্র না বেরোনোর ফলে তেলের দাম পড়তেই থাকে। এখন দাম কমার ফলে ভারতে কতটা তেলের দাম কমবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় সংশ্লিষ্টমহল, কারণ ভারতে তেলের ৮০% ই আমদানি করা হয়। তবে আমদানির ক্ষেত্রে এখন ডলারের সাপেক্ষে টাকার দামই কাঁটা। গতকালই ডলারের দাম ৩০ পয়সা বেড়ে হয়েছে ৭৪.১৭ টাকা। তাই আমদানি খরচ কতটা কমবে সেটাই দেখার এখন। তবে সার্বিক ভাবে কিছুটা দাম কমবে বলেই আশা করা হচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button