ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাসে নিশ্চিত ২০-২৫ হাজার টাকা ইনকাম, বাড়ি বসে যে কেউ করতে পারবে এই কাজ – BUSINESS PLAN

×
Advertisement

কাজের কোনো অভাব নেই। একটু খুঁজে নিতে হবে। আর এটাও মাথায় রাখতে হবে জীবনে কোনো কাজই ছোটো নয়। তাহলেই অনায়াসে খুলে যাবে ভালো উপার্জন করার একের পর এই দরজা। আজ আমরা এমন একটা কাজের কথা আপনাদের জানাতে চলেছি যার ডিমান্ড থাকে সারা বছর। জিনিস তৈরি করার পরে বিক্রি করার কোনো টেনশন থাকবে না। বাড়ির যে কোনো জায়গায় বসে, যে কেউ এই কাজ করতে পারেন। বাড়িতে এমন অনেক মহিলা থাকেন যারা অবসর সময়ে কাজ করে কিছু উপার্জন করতে চান, তাদের জন্য এই কাজ উপকারী প্রমাণিত হতে পারে।

Advertisements
Advertisement

প্রদীপের চাহিদা দেশের সব জায়গায়, সব সময় থাকে। আমরা আপনাকে গরুর গোবর দিয়ে প্রদীপ তৈরির কাজের কথা বলছি। বাড়ির ছাদে বসে অনায়াসে এই কাজ করা যায়। যাদের বাড়িতে গরু রয়েছে তারা খুব সহজে এই কাজ শুরু করতে পারেন। আর নাহলে বাড়ির আশেপাশে থাকা খামার থেকেও গোবর সংগ্রহ করতে পারেন। কারণ অনেকেই গোবরের উপকারিতা না জেনে সেটা ফেলে দেন।

Advertisements

Earning opportunity

Advertisements
Advertisement

প্রদীপ যে কোম্পানি বিক্রি করবে সেই কোম্পানির সঙ্গে সরাসরি চুক্তি হবে আপনার। পাঁচ বছরের জন্য চুক্তি করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকেই আপনাকে একটি মেশিন দেওয়া হতে পারে। খুব ছোট মেশিন। বিদ্যুৎ চালিত কিংবা বিদ্যুৎ ছাড়া চলে এমন মেশিনের সাহায্য কাজ করা যায়। কেউ টানা ৮ ঘণ্টা কাজ করলে মাসে তার পক্ষে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা রোজগার করা কোনো ব্যাপার হবে না। যত বেশি লোক তথা যত বেশি প্রদীপ তৈরি করতে পারবেন লাভ তত বেশি।

প্রদীপ বিক্রি করার টেনশন আপনাকে নিতে হবে না। যে কোম্পানির সঙ্গে আপনার চুক্তি হবে, তারাই সরাসরি গোবর দিয়ে তৈরি হওয়া এই প্রদীপ কিনে, বিক্রি করবে। দিনে ২০-২৫ কেজি প্রদীপ একজন ব্যক্তি মেশিনের সাহায্যে খুব সহজে তৈরি করতে পারবেন।

Related Articles

Back to top button