টেক বার্তা

টিকাকরণের নামে চলছে প্রতারণা! কখনই ক্লিক করবেন না এই সব নকল সাইটে

ভুয়ো সাইটে কখনই করবেন না ক্লিক, দেখে নিন তালিকা

Advertisement
Advertisement

দেশে চলছে ১৮-৪৪ বছরের সমস্ত নাগরিকদের টিকাকরণ। সেক্ষেত্রে প্রথমে গ্রাহককে CoWin সাইটে গিয়ে নাম নথিভুক্ত করাতে হচ্ছে। আর এমন অবস্থাতেই চলছে ভুয়ো ভ্যাকসিন রেজিস্ট্রেশনের নামে জালিয়াতি। ভুয়ো অ্যাপের মাধ্যমে গ্রাহককে করা হচ্ছে সর্বস্বান্ত। সম্প্রতি সময়ে এই বিষয়েই সতর্ক করেছে দিল্লি পুলিশের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স দল। জানানো হয়েছে যে ,এই লিঙ্ক ছড়িয়ে পড়ছে ।

Advertisement
Advertisement

বলা বাহুল্য, কেবল CoWin অ্যাপ এবং Aarogya Setu অ্যাপের মাধ্যমে চলছে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন। তবে এই ধরনের ভুয়ো অ্যাপ অথবা সাইটগুলিও দেখতে অনেকটা CoWin এর মতো। সেই কারণে এই ভুয়ো রেজিস্ট্রেশনের নামে চলছে Scam। আজ আমরা এমন কিছু অ্যাপের বিষয়ে কথা বলতে চলেছি যা আপনার সাথে ভ্যাকসিনের নামে করতে পারে প্রতারণা। চলুন জানা যাক,

Advertisement

Covid-19.apk

অ্যান্ড্রয়েড ফোনে ম্যালওয়্যারের জন্য এই অ্যাপ তৈরি করেছে হ্যাকার রা। ভুলেও এমন নামের কোনও অ্যাপ নিজের ফোনে ডাউনলোড করবেন অথবা ইনস্টল করবেন না।

Advertisement
Advertisement

https://app.preprod.co-vin.in/login

নকল অ্যাপই কেবল নয়, নকল সাইট ও বটে। নকল ওয়েবসাইটের রমরমা, তার মাঝেই অন্যতম হল

https://app.preprod.co-vin.in/login

এই ফোনে sms এর মাধ্যমে এই সাইটের লিঙ্ক পাঠানো হলে তা কখনও ওপেন করবেন না।

https://selfregistration.preprod.co-vin.in

আরও এক নকল ওয়েবসাইট হল https://selfregistration.preprod.co-vin.in । এই নামের কোনও ওয়েবসাইট দেখলে তা থেকে দূরে থাকুন।

Vaci__Regis.apk

নকল অ্যাপদের মধ্যে ভ্যাকসিনেশনের নকল অ্যাপ হিসেবে যে অ্যাপের নাম উঠে এসেছে তা হল Vaci_Regis.apk। এই অ্যাপ নিজের ফোনে ডাউনলোড কখনই করবেন না।

Advertisement

Related Articles

Back to top button