টেক বার্তা

এখনও ভ্যাকসিনের স্লট বুক হয়নি? সহজ উপায়ে CoWin অ্যাপে বুক করুন স্লট

এই উপায় মেনে Cowin এর মাধ্যমে বুক করে নিন স্লট

Advertisement
Advertisement

ইতিমধ্যেই দেশে শুরু হয়ে গিয়েছে ৩য় পর্যায়ের টিকাকরণ এই ধাপে প্রধানত কোভিডের টিকা দেওয়া হচ্ছে ১৮ থেকে ৪৪ বছরের সমস্ত নাগরিকদের। তবে তার আগে নাম নথিভুক্ত করতে হবে CoWin পোর্টালে। অথবা Aarogya Setu অ্যাপের মাধ্যমেও নাম নথিভুক্তিকরণ করা সম্ভব। এর সাথে Umang অ্যাপের মাধ্যমেও রেজিস্ট্রেশন করতে পারবেন গ্রাহক। তবে এমন অবস্থায় ভ্যাকসিনের পরিমাণ কম থাকার জন্য স্লট পাওয়া যাচ্ছেনা। সেই কারণে অনেকেই পড়েছেন সমস্যার মুখে। কেউ কেউ আবার জটিল প্রক্রিয়া বলে স্লট বুকিং এর পথে যাচ্ছেন না। তবে খুব সহজ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে CoWin এ স্লট বুক করা সম্ভব, চলুন জানা যাক সেই উপায়

Advertisement
Advertisement

Covid এর স্লট বুকিং এর সহজ উপায়

১। প্রতিফিন সকাল ৬ টা থেকে রাত ১১ টার মধ্যে যোগ করা হয় ভ্যাকসিনের স্লট। এই নির্দিষ্ট সময়ে CoWin পোর্টাল ওপেন করলে দেখা যাবে ফাঁকা স্লট।
২। আগে মোবাইল নম্বর দিন পরে খুঁজুন। এতে স্লট খুঁজে পেলেই দ্রুত তা বুক করতে সুবিধা হবে।
৩। নিজের জেলার নাম, ঠিকানার পিন কোড লিখে ভ্যাকসিন স্লট খুঁজতে পারবেন। এর ফলে খুব সহজে নিজের বাড়ির কাছের ভ্যাকসিনেশন স্থান দেখতে পারবেন। যদিও সেখানে ফাঁকা স্লট না ও পেতে পারেন।

Advertisement

কিভাবে CoWin এ স্লট বুক করবেন?

১। প্রথমে CoWin সাইট টিকে ওপেন করুন। তার পরে মোবাইল নম্বর দিন। সেখানে একটি গেট ওটিপি নামক বিকল্প পাবেন। তারপর সেখানে OTP দিয়ে Enter করুন।
২। এইবার Register for vaccination সিলেক্ট করুন।
৩। সেখানে নিজের সরকারি পরিচয়পত্রে থাকা নাম, বয়স এবং জন্মের বছর লিখুন।
৪। এইবার আপনার রেজিস্ট্রেশন সফল হলে আপনি একটি মেসেজ পাবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button