দেশনিউজ

করোনা নিয়ে WHO-এর বিশেষ প্যানেল অক্টোবরেই

Advertisement

জানা গিয়েছে আগামী ৫ এবং ৬ অক্টোবর হু-এর এগজিকিউটিভ বোর্ড মিটিংয়ে করোনা সংক্রান্ত তাদের প্রথম রিপোর্ট পেশ করবে। নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক এবং লিবেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি এলেন জনসন স্যারলিফের নেতৃত্বে এই প্যানেলে নিরপেক্ষ রিপোর্ট তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

এই প্যানেলের আসল উদ্দেশ্য হল কীভাবে বিশ্ব এই মহামারি থেকে দ্রুত বেরিয়ে আসতে পারে। হু ডিরেক্টর জেনারেল তেদ্রোস এবং স্বাধীন প্যানেল এর আগেই এই বিষয় নিয়ে স্পষ্ট মতামত দিয়েছিলেন। প্রসঙ্গত, সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। গত মাসে ব্রাজিল আর আমেরিকাকে পেছনে ফেলে তিন নম্বরে গেলেও, ভারতে যে হারে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট চিন্তিত দেশের আমজনতা। কারণ শুরু থেকে লকডাউন করেও ঠেকানো যায়নি করোনা সংক্রমণ।

প্রতিমাসেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনার হার। এই মুহূর্তে আমেরিকা ও ব্রাজিলে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৭ হাজার ৫৬৩ ও ১৯ হাজার ৩২৪। আমেরিকাতে মোট আক্রান্ত ৬৯ লক্ষ ৩৩ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪৫ লক্ষ ৯১ হাজার।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৫০৮ জন। সব মিলিয়ে এখনও অবধি ভারতে আক্রান্ত হয়েছেন ৫৭ লক্ষ ৩২ হাজার ৫১৮ জন। কিন্তু করোনা সংক্রমণের মাঝেই মিলেছে আশার আলো কারণ গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৩৭৪ জন। বিগত এক সপ্তাহ ধরেই ভারতে আগের থেকে অনেকটাই বেড়েছে করোনা সুস্থতার হার।

 

Related Articles

Back to top button