আন্তর্জাতিকনিউজ

গাড়ির নম্বর প্লেটে লেখা Covid 19, দাবীদারহীন গাড়ি পড়ে আছে পার্কিং জোনে

গাড়ির নম্বর প্লেটের জায়গাতে লেখা আছে Covid 19. আর এই লেখাটার জন্যই রহস্য বাড়ছে। 

Advertisement
Advertisement

দীর্ঘ ৪ মাস ধরে পার্কিং জোনে পড়ে রয়েছে একটি রহস্যজনক গাড়ি। এই গাড়ির কোনো দাবিদার নেই। গাড়িটি কভার দিয়ে ঢাকা ছিল বহুদিন ধরে। কয়েকদিন আগে ওই পার্কিং জোনের এক নিরাপত্তারক্ষী কভার সরান। আর কভার সরিয়ে যা দেখেন তা দেখে রীতিমত ঘাবরে যান তিনি। ওই গাড়ির নম্বর প্লেটের জায়গাতে লেখা আছে Covid 19. আর এই লেখাটার জন্যই রহস্য বাড়ছে।

Advertisement
Advertisement

এই গাড়িটি অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিমানবন্দরের পার্কি জোনে গত ফেব্রুয়ারি মাস থেকে দাঁড়িয়ে আছে। গাড়িটি ছাই রঙের বিএমডব্লিউ। মনে করা হচ্ছে যে বিমানবন্দরের কোনো কর্মীর গাড়ি হতে পারে। হয়তো অন্য কোনো দেশে গিয়ে আটকে পড়েছেন, লকডাউনের জেরে ফিরতে পারেননি। তবে পার্কিং জোনের লোকেদের কাছে ওই গাড়িটির ব্যাপারে কোনো তথ্য নেই।

Advertisement

স্টিভেন স্প্রে নামের বিমানবন্দরের এক কর্মী ওই গাড়ির ছবি তুলে পোস্ট করেন। তার পর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তিনি অবশ্য বলছেন যে এত দামি গাড়ি এভাবে ফেলে রাখার সাহস কোনও বিমান কর্মী দেখাবেন বলে তিনি মানতে পারছেন না। এদিকে ওই পার্কিং জোনে কেউ নিজের গাড়ি ৪৮ ঘন্টার বেশি রাখতে পারবেন না বলে এমন নিয়ম আছে। আর এই গাড়ির লাইসেন্স ২০২০ সালের ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে। অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট জানিয়েছে যে Covid 19 নামে কোনও গাড়ির লাইসেন্স নথিভুক্ত নেই। আর এই সমস্ত তথ্যের পরেই এই গাড়ি নিয়ে রহস্য বাড়ছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button