Today Trending Newsদেশনিউজ

বিজয় মাল্যর বাজেয়াপ্ত সম্পত্তি নিলাম করতে পারবে ব্যাংক, অনুমতি আদালতের

Advertisement
Advertisement

বিজয় মাল্য বহুদিন হল ঋণ নিয়ে বিদেশে পালিয়ে গেছেন। তার ব্যাঙ্কের থেকে নেওয়া ঋণের হিসেব করলে বর্তমানে হয় প্রায় ৬২০০ কোটি টাকা। বিদেশে আদালতের নির্দেশ পাওয়ার পরও তিনি ভারতে ফেরেননি। কবে ফিরবে ভারতে তার উত্তর কারোর জানা নেই।

Advertisement
Advertisement

এরূপ অবস্থায় বুধবার মুম্বাইয়ে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট কোর্ট জানায় বিজয় মাল্যর বাজেয়াপ্ত করা সম্পত্তি নিলাম করতে পারবে ব্যাঙ্ক। যেসব ব্যাঙ্ক থেকে বিজয় মাল্য ঋণ নিয়েছিলেন সেই সব ব্যাঙ্কগুলো নিলামের মাধ্যমে নিজেদের টাকা ফেরত নেবে। বাজেয়াপ্ত সম্পত্তি নিলামে প্রায় ১১ কোটি টাকা হওয়ার সম্ভাবনা।

Advertisement

আরও পড়ুন : রেল সুরক্ষা বাহিনীর নাম পরিবর্তন, দেওয়া হলো ‘গ্রুপ এ’ পদমর্যাদা

Advertisement
Advertisement

ব্যাঙ্কগুলি বিজয় মাল্যর বাজেয়াপ্ত করা সম্পত্তি নিলাম করতে পারবে ঠিকই কিন্তু ১৮ জানুয়ারি পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। এই সময়কালের মধ্যে যদি বিজয় মাল্য না ফেরে এবং হাইকোর্টে কোন আবেদন না করে তাহলে এই নিলাম হবে এমনটা আদালতের তরফের বলা হয়েছে। নিলামে আদালতের যেমন কোনো আপত্তি নেই, তেমনি এই নিলামে আদালতের কোনো ভূমিকাও থাকবে না।

Advertisement

Related Articles

Back to top button