কলকাতানিউজরাজ্য

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যুর সংখ্যাও

Advertisement
Advertisement

কলকাতা: দুর্গাপুজোর আগে যেমন রাজ্যে করোনার সংক্রমণ বেড়েছিল, ঠিক দুর্গাপুজো শেষ হতে চিত্রটা বদলে যায়। একে একে লক্ষ্মীপূজো, কালীপূজো, দীপাবলি ও ভাইফোঁটা কাটিয়ে দৈনিক সংক্রমণ চার হাজারের নিচে নামতে থাকে। এবং সুস্থতার হার বাড়তে থাকে। রাজ্যের চিকিৎসা মহলে স্বস্তি ফিরে আসে। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। জগদ্ধাত্রী পুজোর আগে থেকেই রাজ্যে পুনরায় বাড়ে করোনা উদ্বেগ। যার ফলে চিন্তার ভাঁজ পড়ে চিকিৎসকদের কপালে। কিন্তু হঠাৎ দৈনিক সংক্রমণ এতটা নিম্নমুখী হয় যে, উদ্বেগ কমেছিল চিকিৎসকদের মধ্যে। কিন্তু গ্রাফ নিম্নমুখী হওয়ার পরেই ফের বাড়ল দৈনিক সংক্রমণ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

Advertisement
Advertisement

রবিবার সংক্রমণের যে সংখ্যাটা ছিল ৩৩৬৭, এক ধাক্কায় নেমে গতকাল, সোমবার সেটা দাঁড়ায় ২৬৭১-এ। কিন্তু রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশ করা বুলেটিন অনুযায়ী ফের বেড়েছে রাজ্যে দৈনিক সংক্রমণ। গতকল, মঙ্গলবার করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩৩১৫। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৪,৮৬,৭৯৯ জন। যেখানে গত দুদিনে মৃত্যুর সংখ্যা কমেছিল, সেখানে এক লাফে মঙ্গলবার করোনার কবলে পড়ে প্রাণ হারায় ৫২ জন। তাই পুনরায় চিন্তা বেড়েছে চিকিৎসকদের।

Advertisement

তবে গত দুদিনে সংখ্যা যেমন কমেছিল, এক্ষেত্রে মঙ্গলবার ঠিক তার উল্টোটা হয়েছে। সুস্থতার সংখ্যা বেড়েছে। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩৪০ জন। সুস্থতার হার ৯৩.২৮ শতাংশ। কিন্তু কলকাতা এবং উত্তর ২৪ পরগনা যথেষ্ট উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে, এমনটা বলাই যায়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button