ক্রিকেটখেলা

শচীনকে ছাপিয়ে বিশ্ব রেকর্ড গড়ল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি

Advertisement
Advertisement

ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচীনের টেন্ডুলকারের রেকর্ডগুলো একের পর এক ভেঙে চলেছেন বিরাট কোহলি। রবিবার সিডনিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ইতিহাসের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে পৌঁছেছিলেন ২২ হাজার রানে। আজ বুধবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে আরো একটি রেকর্ড ভাঙলেন তিনি।

Advertisement
Advertisement

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রান করেছিলেন শচীন। ৩০৯ ম্যাচে ৩০০তম ইনিংসে তিনি পৌঁছেছিলেন ১২ হাজার রানের মাইলফলকে। আজ ক্যানবেরায় ২৩ রান করেই সেই রেকর্ডটা ভাঙলেন বিরাট। শন অ্যাবটের বলে ১ রান নিয়ে এই রেকর্ডটা করলেন তিনি। বুধবার ক্যানবেরার মানুকা ওভাল মাঠে বিরাট এই কীর্তি করলেন তা হল ২৫১ ম্যাচে ও ২৪২ ইনিংসে। যা লিটল মাস্টারের থেকে অনেকটাই কম।

Advertisement

সার্বিক ভাবে বিরাট কোহালি হবেন একদিনের ক্রিকেটে ১২ হাজার রানে পৌঁছনো ষষ্ঠ ক্রিকেটার। শচীন ছাড়া ১২ হাজার রান করা বাকিরা হলেন- অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৩২৩ ম্যাচে, ৩১৪ ইনিংসে), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৩৫৯ ম্যাচে, ৩৩৬ ইনিংসে), শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য (৩৯০ ম্যাচে, ৩৭৯ ইনিংসে) ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (৪২৬ ম্যাচে, ৩৯৯ ইনিংসে)।

Advertisement
Advertisement

কোহালি আজ আরো এক রেকর্ডের সামনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনো ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ৯ সেঞ্চুরি করেছিলেন শচীন। মাস্টার ব্লাস্টারের সেই কীর্তি স্পর্শ করতে ভারত অধিনায়কের প্রয়োজন একটি সেঞ্চুরির। এখন ৪০ রানে ব্যাট করছেন ভারত অধিনায়ক। সিডনিতে রবিরারই শচীনকেই স্পর্শে করার দিকে এগিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত থামেন ৮৯ রানে। ফেরেন মোয়েস হেনরিকসের নেওয়া দুরন্ত ক্যাচে। এখনো পর্যন্ত ৫০ ওভারের ফরম্যাটে ৪৩ সেঞ্চুরি করেছেন কোহালি।

Advertisement

Related Articles

Back to top button