আন্তর্জাতিকনিউজ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষনা, এই ড্রাগের মাধ্যমে সেরে যেতে পারে করোনা

Advertisement
Advertisement

লন্ডন :  বিগত পাঁচ মাস ধরে চেষ্টা চালিয়েও এখনো পর্যন্ত কোন  যথাযথ ওষুধ মেলেনি করোনার। অগস্ট মাসে রাশিয়া করোনার ভ্যাকসিন আবিষ্কার করলেও তার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে একাধিকবার। কিন্তু সাম্প্রতিক এক সমীক্ষায় বলা হয়েছে কোর্টিকোস্টেরয়েড ওষুধের সাহায্যে নিলে সেক্ষেত্রে কোভিড ১৯ আক্রান্তের মৃত্যুর সম্ভাবনা কমে যায় প্রায় ২০ শতাংশ৷

Advertisement
Advertisement

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন-এর ক্লিনিক্যাল কেয়ার লিড জ্যানেট ডিয়াজ সোশ্যাল মিডিয়া লাইভ ইভেন্টে জানিয়েছেন, তারা প্রমাণ পেয়েছেন কোর্টিকোস্টেরয়েড দিলে প্রতি ১০০০ রোগীর মধ্যে ৮৭ কম জনের মৃত্যু হয়েছে। স্টেরয়েড করোনায় আক্রান্ত সঙ্কটজনক রোগীদের সুস্থ করে তুলতে উপযোগী।

Advertisement

কানাডা, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, চিন, ফ্রান্স, এবং আমেরিকায় বিজ্ঞানীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে গবেষণা করে জানা গিয়েছে, এই ধরনের স্টেরয়েডধর্মী ওষুধ করোনা সংক্রমণের জন্য ফলপ্রসূ। তার জন্য কোন বয়স, লিঙ্গ বা সময় এসবের প্রয়োজনীয়তা পড়ে না।

Advertisement
Advertisement

হাইড্রোকোর্টিসন, ডেক্সামেথাসোন, মেথিলপ্রেডিসোলন সহ এরকম অনেক স্টেরয়েড আছে যা করোনার অত্যন্ত খারাপ অবস্থায় থাকা রোগীদের জন্য ভালো ফল দেয়। এর মধ্যে ডেক্সামেথাসোন একটি অ্যান্টি-ইনফ্লেমেটরি স্টেরয়েড। গবেষণার তথ্যানুযায়ী এই স্টেরয়েড প্রয়োগ করে ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যুর হার কমানো গিয়েছে ৷

Advertisement

Related Articles

Back to top button