দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

করোনার প্রভাব উড়ানেও, ৯৮৭ টাকা থেকে শুরু বিমানভাড়া

Advertisement
Advertisement

করোনার জন্য ১৩ই মার্চ থেকে ১৫ ই এপ্রিল পর্যন্ত বিদেশি নাগরিকদের জন্য ভিসা স্থগিত করেছে ভারত সরকার। এই ঘোষণার পরের দিনই স্পাইস জেট আনলো নতুন অফার। ডোমেস্টিক ফ্লাইটে টিকিটের দাম ৯৮৭ টাকা থেকে শুরু।  আর ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে টিকিটের দাম শুরু ৩,৬৯৯ টাকা থেকে।

Advertisement
Advertisement

স্পাইস জেট সংস্থার তরফ থেকে অবশ্য এই টিকিটের মূল্য কমানোকে ‘ স্প্রিং সিজন সেল ‘ বলা হয়েছে। এই সেলের সুযোগ থাকবে ১২ই মার্চ থেকে ১৫ ই মার্চ পর্যন্ত। আর সফর করার বৈধতা থাকবে ২০২১ সালের ২৮ শে ফেব্রুয়ারী পর্যন্ত।  পছন্দ মতো সিট্ বুকিং করা যাবে তার জন্য অতিরিক্ত টাকা দিতে হবে না।  এমনকি খাবার ও দেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন : এক মাসের জন্য ভারতে আসার ভিসা বাতিল করলো কেন্দ্র

Advertisement
Advertisement

তবে এই অফার কেবল একদিকের সফরের জন্যই বৈধ। রিটার্নের ক্ষেত্রে এই অফারটি পাওয়া যাবে না বলে সংস্থা জানিয়েছে। তার সাথে সংস্থা বলেছে যে এই অফারের সাথে অন্য কোনো অফার যোগ করা হবে না এবং গ্রূপ বুকিং ও করা হবে না।

 

Advertisement

Related Articles

Back to top button