দেশনিউজ

করোনার থাবা Google অফিসেও, বেঙ্গালুরুতে আক্রান্ত এক Google কর্মী

Advertisement
Advertisement

করোনার থাবা Google অফিসেও। বেঙ্গালুরুতে এক কর্মীর দেহে মিলল করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছেন বছর ২৬-র এক যুবক। সম্প্রতি তিনি গ্রিস থেকে ফিরেছেন। করোনা যাতে অন্য কর্মীদের মধ্যে না ছড়ায় তাই ওয়ার্ক ফ্রম হোম- র নির্দেশ দিয়েছে Google .

Advertisement
Advertisement

শুক্রবার Google এই আক্রান্তের কথা জানিয়েছে। Google-এর তরফ থেকে বলা হয়েছে যে তাদের বেঙ্গালুরুর অফিসে একজন করোনাতে আক্রান্ত হয়েছেন। তিনি অফিসে দীর্ঘ সময় কাটিয়েছেন। তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগাম ব্যবস্থা নিতে তারা বেঙ্গালুরুর সব কর্মীকে শুক্রবার থেকে ওয়ার্ক ফ্রম হোম করতে নির্দেশ দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন : উষ্ণতা বৃদ্ধিতেই কি লুকিয়ে রয়েছে ‘করোনা’র ক্ষমতা? কী বলছে গবেষণা 

Advertisement
Advertisement

অফিসের অনেক কর্মীই ভাইরাসে আক্রান্ত যুবকের সঙ্গে মিশেছেন। তাই রোগটি যাতে অন্যদের মধ্যে না ছড়াতে পারে তাই বাড়িতে বসে কাজ করার নির্দেশ দিয়েছে Google .কর্ণাটকেই ভারতের প্রথম করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে ৭৬ বছরের এক বৃদ্ধের। ভারতে সব থেকে বেশি আক্রান্ত কেরল ও হরিয়ানাতে হলেও ধীরে ধীরে তা সমস্ত রাজ্যে প্রভাব ফেলছে।

Advertisement

Related Articles

Back to top button