আন্তর্জাতিকনিউজ

এবার নেপালের জমিতে ইমারত বানাল চিন, অবাক নেপাল সরকার

Advertisement
Advertisement

নেপালঃ ভারতের সঙ্গে দূরত্ব বাড়ার সাথে সাথেই চিনের সাথে হাত মেলানোর কথা ভাবছিলো নেপাল। নেপালের প্রধানমন্ত্রী কে পি সিং ওলি চিনের সঙ্গে বন্ধুত্ব আরো মজবুত করতে গিয়ে ভেবেছিলেন এতে হয়তো চিনের থেকে লাভ পাবেন। কিন্তু বাস্তবে তা হল তো নাই বরং শি জিন পিংয়ের দেশের সঙ্গে বন্ধুত্ব করে নেপালের আরো লোকসানই হয়েছে।

Advertisement
Advertisement

প্রসঙ্গত, নেপালের হুমলা এলাকায় লোকবসতিও তুলনামূলক কম। দীর্ঘদিন ধরে কোনো উন্নয়নমূলক কাজ হয় না বলে ওই এলাকায় সরকারি কর্তাদের তেমন যাওয়া আসাও নেই। আর তার ফাকেই এবার সেখানে আস্তানা গেড়ে বসলো চিন।

Advertisement

জানা গিয়েছে, নেপালের হুমলায় নটি ইমারত বানিয়ে ফেলেছে চিনা সেনা। অনেক দিন আগে থেকেই চিন এই প্রস্তুতি নিয়ে রেখেছিলো। দিন কয়েক আগে নেপালের কয়েকজন সরকারি আধিকারিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পর তারা জানান আরও আটটি ইমারত নেপালের ভূখণ্ডে তৈরি করেছে চিনারা। আর এই কেলেঙ্কারি ঘটনার পর বিরোধীদের চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রীকে কে পি সিং ওলি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button