কলকাতানিউজরাজ্য

যেসব এলাকায় আগামী ২-৩ নামবে ঝেঁপে বৃষ্টি

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিনের জন্য দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে এবং তার জেরে শুরু হয়ে গিয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সারা বাংলা জুড়ে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ১৭ এবং ১৮ তারিখ। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে, ১৯ জুন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন অঞ্চলে উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারনে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আমদানির ফলে এই বৃষ্টিপাত হবে।

Advertisement
Advertisement

আর এই বৃষ্টিপাত কে কেন্দ্র করে আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে বেশ কিছু সতর্কবার্তা। ১৯ তারিখ ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তরে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে ১৭ জুন। অন্যদিকে, উত্তরবঙ্গের বাকি জেলা গুলি এবং কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

১৮ তারিখ ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হচ্ছে পশ্চিমে বেশকিছু জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা আছে।

Advertisement
Advertisement

১৯ জুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঝঞ্জা তৈরি হবার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বেশকিছু নিচু জায়গায় এবং উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির জল জমে যাওয়ার সম্ভাবনা থাকছে। কয়েকটি পৌরসভা এলাকায় জলমগ্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নদীর জল স্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিতে। এছাড়াও যারা একটু উপকূলবর্তী অঞ্চলে থাকেন তাদের ক্ষেত্রে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে।

Advertisement

Related Articles

Back to top button