কলকাতানিউজরাজ্য

বাঙুর হাসপাতাল নিয়ে মুখ্যসচিবকে কড়া চিঠি কেন্দ্রীয় প্রতিনিধি দলের

Advertisement
Advertisement

বাঙুর হাসপাতাল নিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিলো কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান। কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র বাঙুর হাসপাতালে কেন মৃতদেহ পড়ে আছে যে বিষয়ে চিঠিতে প্রশ্ন করেন মুখ্যসচিবকে। চিঠিতে অভিযোগ করা হয়েছে, বাঙুর হাসপাতালে মৃতদেহ পড়ে থাকলেও তা মর্গে পাঠাতে কেন দেরি হচ্ছে? চিঠিতে করোনায় মৃত ঘোষণার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

Advertisement
Advertisement

রাজ্যে কারও করোনায় মৃত্যু হয়েছে কিনা সেই সিদ্ধান্ত নেবে রাজ্যের তৈরি করা বিশেষজ্ঞ কমিটি। এদিনের চিঠিতে সেই বিশেষজ্ঞ কমিটি নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান। মুখ্যসচিবকে লেখা চিঠিতে জানতে চাওয়া হয়েছে, এই কমিটি বৈধ কিনা। ICMR এর গাইডলাইন মেনে এই কমিটি তৈরি করা হয়েছে কিনা সেকথাও জানতে চাওয়া হয়েছে। করোনায় কারও মৃত্যু হলে কমিটি কতদিন সময় নিচ্ছে তা ঘোষণা করতে, রাজ্যে অন্য কোনো রোগে মৃত্যু হলে তার ঘোষণা করার জন্য কোনো কমিটি আছে কিনা; এরকম অনেক কিছুই চিঠিতে জানতে চেয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

Advertisement

গতকাল কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শন করেছিলেন চিত্তরঞ্জন হাসপাতাল। আজ তারা পরিদর্শন করেন বাঙুর হাসপাতাল। চিঠিতে এই দুই হাসপাতালেরই পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলা হয়। বাঙুর হাসপাতালে ভেন্টিলেটর সংখ্যায় অনেক কম আছে বলে অভিযোগ করা হয়। এই দুই হাসপাতালেই করোনা পরীক্ষার রিপোর্ট আসতে অনেকদিন সময় লাগছে বলে অভিযোগ জানানো হয়েছে চিঠিতে। রাজ্যে করোনা পরীক্ষা কম হচ্ছে এবং তথ্য লুকানো হচ্ছে বলে আগেই অভিযোগ তুলেছিলো বিরোধীরা। এবার সেই একই অভিযোগ তুললো কেন্দ্রীয় প্রতিনিধি দলও। এদিকে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৪, মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ১৫ জনের।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button