নিউজToday Trending Newsদেশ

কেন্দ্র সরকারের সিদ্ধান্তে খুশি হবেন এক কোটিরও বেশি মানুষ, নতুন বছরেই উপুড় হতে পারে লক্ষ্মীর ঝাঁপি

Advertisement
Advertisement

কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা এখন ধনী হতে চলেছেন। কারণ সরকার শীঘ্রই লক্ষ্মীর ঝাঁপি উপুড় করতে চলেছে। আপনি নিশ্চয়ই ভাবছেন যে কেন্দ্র সরকার কী এমন করতে চলেছে যা কর্মচারীদের ধনী করে তুলবে? কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ-র টাকা অ্যাকাউন্টে রাখতে চলেছে মোদী সরকার। যার ফলে নতুন বছরে স্বাস্থ্যবান হয়ে উঠতে পারে কর্মীদের ব্যাংক ব্যালেন্স। মনে করা হচ্ছে, সরকারের এই উপহার থেকে এক কোটিরও বেশি মানুষ উপকৃত হতে পারেন, যা মুদ্রাস্ফীতিতে বুস্টার ডোজের কাজ দেবে।

Advertisement
Advertisement

এ ছাড়া সরকার ডিএ ও বাড়াতে পারে। আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না বললেও গণমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে আটকে থাকা ডিএ বকেয়া অর্থ স্থানান্তর করবে, যার কারণে বড় অর্থ পাওয়া সম্ভব রয়েছে বলে মনে করা হচ্ছে। কর্মচারীদের পক্ষে ১৮ মাসের ডিএ বকেয়ার সুবিধা পাওয়া সম্ভব যা সবার মন জয় করার জন্য যথেষ্ট। করোনা ভাইরাস সংক্রমণকালীন সময়ে ১ জানুয়ারি ২০২০ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত বকেয়া ডিএ’র টাকা অ্যাকাউন্টে পাঠানো হয়নি, যার পর থেকে কর্মচারীরা ক্রমাগত বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যাপারে দাবি জানিয়ে আসছে। এখন পর্যন্ত সরকার এটি অনুমোদন করেনি, যার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে মনে করা হবে। উচ্চ পদস্থ কর্মচারীদের অ্যাকাউন্টে আসবে প্রায় ২ লাখ ১৮ হাজার টাকা, যা সবার মন জয় করার জন্য যথেষ্ট। এ ছাড়া ডিএও বাড়ানো যেতে পারে।

Advertisement

Da hike

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ প্রায় ৪ শতাংশ বাড়িয়ে দিতে পারে, যার পরে এটি ৫০ শতাংশ হবে। এতে ন্যূনতম ও উচ্চ মৌলিক বেতনের বাম্পার বৃদ্ধি দেখা যাবে। বর্তমানে কর্মচারীরা ৪৬ শতাংশ ডিএ সুবিধা পাচ্ছেন। সরকার আনুষ্ঠানিকভাবে তা বাড়ানোর বিষয়ে কিছু না বললেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকার বছরে দু’বার ডিএ বাড়ায়। যার হার জানুয়ারী এবং জুলাই থেকে প্রযোজ্য।

Advertisement

Related Articles

Back to top button