নিউজদেশ

কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা পেনশনভোগীদের জন্য, বয়স যত বাড়বে লাফিয়ে বাড়বে পেনশনের টাকা

৮০ বছর পরে কি অতিরিক্ত পেনশন পাওয়া যাবে? জানুন কেন্দ্রীয় সরকারের পেনশন নিয়ে নতুন নিয়ম

Advertisement
Advertisement

অবসর গ্রহণের পর পেনশন একজন মানুষের জীবনের সবথেকে বড় সহায় হয়ে দাঁড়ায়। ৮০ বছর বয়সের পরে যেমন লাঠি হয় সব থেকে বড় সহায় তেমনি পেনশনের টাকা একটা আর্থিক নিরাপত্তার চাদরে মুড়ে রাখে একজন বৃদ্ধ মানুষকে। তাই এবারে ভারত সরকার নিয়ে এলো একটি নতুন পেনশনের নিয়ম যেখানে ৮০ বছর পরে পাওয়া যাবে অতিরিক্ত পেনশন। জানুন এই নতুন নিয়মটি কি এবং এই কারণে কত পরিমান বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন?

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে ভারতীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সবসময় সহায় হয়ে থেকেছে। সম্প্রতি তাদের জন্য যে নতুন নিয়ম কানুন নিয়ে আসা হয়েছে তাতে ৮০ বছর বয়সের পরে পেনশন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। CCS পেনশন নিয়ম ২০২১ অনুযায়ী পেনশনগ্রহিতার বয়স ৮০ বছর পূর্ণ হবার পর তার ক্ষতিপূরণ ভাতা বৃদ্ধি পায়, যা বর্ধিত পেনশন আকারে পাওয়া যায়। তবে এর সুবিধা শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পাবেন। আপনি যদি এই নিয়ম নিয়ে চর্চা করেন তাহলে আপনি বুঝতে পারবেন ৮০ বছর বয়সের পরে প্রতি পাঁচ বছর অন্তর পেনশন ভোগীর পেনশনের মাসিক অংক অনেকটা বেড়ে যায়। এভাবেই পেনশনের পরিমাণ ৮০ বছরের উপরে বৃদ্ধি পায়।

Advertisement

৮৫ বছরের কম বয়সী হলে বেসিক পেনশনের ২০ শতাংশ টাকা বৃদ্ধি পায়। ৮৫ বছরের উপরে কিন্তু ৯০ বছরের কম বয়সী হলে বেসিক পেনশনের ৩০ শতাংশ বৃদ্ধি পায়। ৯০ বছরের উপরে কিন্তু ৯৫ বছরের কম বয়সী হলে বেসিক পেনশনের ৪০ শতাংশ বৃদ্ধি পায়। ৯৫ বছরের উপরে কিন্তু ১০০ বছরের কম বয়সী হলে মৌলিক পেনশনের ৫০ শতাংশ বৃদ্ধি পায়। আর যদি ১০০ বছরের বেশি বয়স হয় তাহলে তার বেসিক পেনশনের ১০০% অতিরিক্ত পেনশন তিনি পেতে পারেন।

Advertisement
Advertisement

নিয়ম অনুযায়ী পেনশনভোগীর জন্ম তারিখ যাই হোক না কেন, তিনি ওই মাসের প্রথম তারিখ থেকে অতিরিক্ত পেনশনের স্ল্যাবে পৌঁছে যাবেন। যদি কোন ব্যক্তি ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন তাহলে ৮০ বছর বয়সে ২০ শতাংশ বৃদ্ধি পেনশনের সুবিধা ১ আগস্ট থেকে শুরু হবে। একইভাবে যদি ৪ আগস্ট জন্মগ্রহণকারী কোন ব্যক্তি পেনশনের জন্য আবেদন করেন তাহলে ৮০ বছরের পরে ১ আগস্টের হিসেবে বর্ধিত পেনশনের অর্থ তাকে দেওয়া হবে।

Advertisement

Related Articles

Back to top button