ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: ব্যবসা শুরু করুন AMUL এর সাথে, কম খরচে প্রতিমাসে লাখ লাখ টাকা আয় হবে

বর্তমানে আমূল দেশের সবচেয়ে বিশ্বস্ত দুগ্ধজাত পণ্য ব্র্যান্ড

Advertisement
Advertisement

আজকালকার দিনে অনেকেই প্রথাগত চাকরির দিকে না গিয়ে নিজের নিজের ব্যবসা খুলে অর্ধ উপার্জন করার চেষ্টা করছেন। আপনিও যদি ব্যবসা খুলতে চান তাহলে আপনাকে প্রথমেই জেনে নিতে হবে যে মানুষের কি প্রয়োজন। চাহিদার কথা মাথায় রেখে যদি আপনি ব্যবসা চালু করেন তাহলে তাতে অনেক বেশি লাভ হওয়ার সম্ভাবনা থাকে। আপনার যদি এমন পরিকল্পনা থাকে, তাহলে আপনি Amul ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি খুলতে পারেন। আমুল, দেশের সবচেয়ে বিশ্বস্ত দুগ্ধজাত পণ্য ব্র্যান্ড, আপনার জন্য অসাধারণ ব্যবসায়িক সুযোগ নিয়ে এসেছে। আমুল ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করে আপনি নিশ্চিত লাভের পথে এগিয়ে যেতে পারেন। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

আমূল ব্র্যান্ড দুই ধরনের ফ্র্যাঞ্চাইজি প্রোগ্রাম চালায়। প্রথমটি হল আমুল আউটলেট যাতে দুধ, দই, পনির, ঘি, আইসক্রিম সহ আমুলের সমস্ত পণ্য বিক্রি করতে পারবেন। আরেকটি হল আমুল আইসক্রিম স্কুপিং পার্লার। এতে শুধুমাত্র আমুলের বিভিন্ন স্বাদের আইসক্রিম বিক্রি করতে পারবেন। আমূল পণ্যের ন্যূনতম বিক্রয় মূল্যের উপর কমিশন প্রদান করে। এতে একটি দুধের প্যাকেটে ২.৫ শতাংশ, দুগ্ধজাত পণ্যে ১০ শতাংশ এবং আইসক্রিমে ২০ শতাংশ পর্যন্ত কমিশন পাওয়া যায়। এছাড়া আপনি জানলে অবাক হবেন যে আমুল আইসক্রিম স্কুপিং পার্লারের ফাঞ্চাইজি নিলে রেসিপি ভিত্তিক আইসক্রিম, শেক, পিৎজা, হট চকলেট ড্রিঙ্ক এর ওপর ৫০ শতাংশ কমিশন দেয় কোম্পানি।

Advertisement

এবার প্রশ্ন যে এই ফ্র্যাঞ্চাইজি খুলতে কত বিনিয়োগ করতে হবে? বা কি কি শর্ত মানতে হবে? আপনাদের জানিয়ে রাখি যে একটি আমূল ফ্র্যাঞ্চাইজি স্টোর খুলতে আপনাকে ২ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। এছাড়া আপনার ১৫০ বর্গফুট জায়গা থাকা প্রয়োজন। আপনার যদি এই পর্যাপ্ত জায়গা থাকে তবেই কোম্পানি আপনাকে ফ্র্যাঞ্চাইজি দেবে। এছাড়া আইসক্রিম পার্লারের ফ্যাঞ্চাইজ নিতে গেলে কমপক্ষে ৩০০ বর্গফুট জায়গা থাকতে হবে। এই দোকান প্রধান সড়ক বা বাজারে থাকতে হবে। বিস্তারিত আরও তথ্য জানতে চাইলে https://amul.com দেখতে পারেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button