ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: সরকারের সহায়তায় শুরু করুন এই ৫ ব্যবসা, প্রতিমাসে প্রচুর লাভ হবে, আয় হবে লাখ লাখ টাকা

মূল্যবৃদ্ধির বাজারে টিকে থাকতে মধ্যবিত্তদের ব্যবসা করা খুবই দরকারী হয়ে পড়েছে

Advertisement
Advertisement

মূল্যবৃদ্ধির বাজারে টিকে থাকতে গেলে প্রত্যেক মানুষকেই এখন অনেকটা উপার্জন করতে হয়। আর তাই জন্য আজকালকার দিনে মধ্যবিত্তদের মধ্যে ছোটখাটো ব্যবসা করার প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু ব্যবসা করা খুব একটা সহজ কাজ নয়। বড় বিনিয়োগ ছাড়া খুব কম ব্যবসাই হয়। এদিকে মধ্যবিত্তদের কাছে সঞ্চিত অর্থের অভাবে তাদের ব্যবসা করা হয়ে ওঠে না। কিন্তু আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন এক ব্যবসায়িক আইডিয়া জানাবো যাতে আপনি সরকারি সাহায্যে ব্যবসা করতে পারবেন এবং প্রতি মাসে অনেক আয় করতে পারবেন।

Advertisement
Advertisement

১) দুগ্ধজাত পণ্যের ব্যবসা:

Advertisement

দুগ্ধজাত পণ্যের ব্যবসায়ী ব্যাপক লাভ আছে। আসলে দুধ এবং এর পণ্যের চাহিদা সবসময় থাকে। আমরা সকলেই দুধ, দই, বাটার মিল্ক, ঘি, পনির ইত্যাদি খাবারে এবং তা থেকে অনেক ধরনের জিনিস তৈরিতে ব্যবহার করি। এমন পরিস্থিতিতে দুগ্ধজাত পণ্য তৈরি করে আমরা ভালো আয় করতে পারি। দুগ্ধ ব্যবসার জন্য সরকার ঋণ ও ভর্তুকিও দেয়। NABARD প্রকল্পের অধীনে, একটি দুগ্ধ খোলার জন্য ঋণে ভর্তুকি সুবিধা দেওয়া হয়। এতে ২৫ শতাংশ ভর্তুকি সাধারণ শ্রেণীতে এবং ৩৩ শতাংশ তপশিলি জাতি, উপজাতিদের জন্য ভর্তুকি দেওয়া হয়। একটি দুগ্ধজাত ব্যবসা খোলার জন্য আপনি ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।

Advertisement
Advertisement

২) আইসক্রিমের ব্যবসা:

আর কিছুদিন বাদে শীত কাটলেই শুরু হবে গরমের স্পেল। আর এই গরমে শান্তির ছোঁয়া দিতে পারে আইসক্রিম। আইসক্রিমও দুধ থেকে তৈরি হয়। আপনি একটি আইসক্রিম পার্লার খুলে খুব ভালো লাভও করতে পারেন। ছোট পর্যায় থেকে বড় লেভেলেও এই ব্যবসা শুরু করা যায়। এতে আপনি এগ্রি বিজনেস বা এগ্রি স্টার্টআপ স্কিমের অধীনে সাহায্য পেতে পারেন। এছাড়া আপনি নিজে বা এই ব্যবসায় নিয়োজিত বড় কোম্পানির মাধ্যমে অর্গানিক আইসক্রিমের ব্যবসা শুরু করতে পারেন।

৩) চকলেটের ব্যবসা:

শিশু থেকে শুরু করে তরুণ বয়সের সকলেই এই চকলেট খেতে খুব পছন্দ করেন। বর্তমানে বাজারে অনেক ধরনের চকলেট পাওয়া যায়। বড় বড় কোম্পানি এই ব্যবসায় জড়িত। আমুল, ক্যাদাবেরির মতো কোম্পানি এই ব্যবসায় রাজ করছে। এছাড়া স্থানীয় পর্যায়ে অনেক ছোট ব্র্যান্ডও এই ব্যবসা থেকে প্রচুর অর্থ আয় করছে। আপনি চাইলে নিজের ব্র্যান্ড তৈরি করে বিক্রি করতে পারেন অথবা কাঁচা চকলেট তৈরি করে বড় বড় কোম্পানির কাছে বিক্রি করতে পারেন। এই ব্যবসায় অনেক ভালো সম্ভাবনা রয়েছে লাভ করার।

৪) দুধ সংগ্রহ কেন্দ্র:

দুধ সংগ্রহ কেন্দ্র খুলে প্রত্যেক মাসে প্রচুর আয় করা যায়। এতে স্থানীয় দুধওয়ালাদের থেকে দুধ সংগ্রহ করে মার্কেট রেটে মুনাফার সাথে দুধ বিক্রি করা যায়। আজ মাদার ডেইরি, আমুল, সরস এর মত দুধ কোম্পানিগুলি তাদের মিল্ক পয়েন্ট এবং ডেইরি পয়েন্ট খোলার সুবিধা প্রদান করে। এছাড়াও, আপনি নিজের দুধের ডেইরি বা মিল্ক পয়েন্ট বা সেন্টার খুলেও ভাল আয় করতে পারেন।

৫) পশুখাদ্য ব্যবসা:

পশুখাদ্য ব্যবসা করে ব্যাপক লাভবান হতে পারেন আপনিও। আসলে আজকাল গরমের সময় পশুদের খাবার যোগান হয় না এবং তাতে তারা কম দুধ দেয়। সেই জন্য মালিকরা তাদের গবাদি পশুদের সতেজ রাখতে ভালো মানের পশুখাদ্য খাওয়ায়। চাষযোগ্য জমি ইজারা নিয়ে ঢেঞ্চা, ওটস, বেরসিম, কাউপিয়া, জোয়ার, বাজরা, ভুট্টা প্রভৃতি পশুখাদ্য ফসল চাষ করে ভালো অর্থ উপার্জন করতে পারেন।

Advertisement

Related Articles

Back to top button