Today Trending Newsদেশনিউজ

Budget 2024: আর বাকি মাত্র ১০ দিন, ফিটমেন্ট ফ্যাক্টর বাড়তে পারে, বেতন এতো বাড়বে

আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৪ বাজেট পেশ করা হবে

Advertisement
Advertisement

অবশেষে ৫০০ বছরের অপেক্ষার পর আজ অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হল রাম লাল্লার। এরপর সকলের নজর যাবে ১ ফেব্রুয়ারির দিকে। আসলে ওইদিন হবে বাজেট পেশ। আর সেদিকেই তাকিয়ে রয়েছে সমস্ত সরকারি কর্মচারীরা। আসলে দীর্ঘদিন ধরেই সমস্ত সরকারি কর্মচারীরা ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির জন্য দাবি জানাচ্ছে। এবারের বাজেটে এই ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। এই ফ্যাকটার বাড়লে কিন্তু সরকারি কর্মচারীদের বেতনও বেড়ে যাবে।

Advertisement
Advertisement

আসলেই গোটা দেশজুড়ে আগামী এপ্রিল মে মাসে রয়েছে নির্বাচন। আগামী ১ ই ফেব্রুয়ারি যে বাজেট পেশ করা হবে তা হবে নির্বাচনের আগে সরকারের শেষ বাজেট। তাই নির্বাচনী চমক বজায় রাখতে সরকার যে শেষ মুহূর্তে কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতনে বাম্পার বৃদ্ধি করবে তা নিয়ে আশায় বুক বেঁধেছেন সকলেই।

Advertisement

ফিটমেন্ট ফ্যাক্টর হল মূল বেতন নির্ধারণের জন্য একটি গুণক। বর্তমানে, ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭। যদি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয়, তাহলে মূল বেতনও বাড়বে। ফিটমেন্ট ফ্যাক্টর শেষবার ২০১৬ সালে বাড়ানো হয়েছিল, যখন কর্মীদের ন্যূনতম বেসিক বেতন ৬,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। ফিটমেন্ট ফ্যাক্টরের সম্ভাব্য বৃদ্ধি ন্যূনতম মূল বেতন ২৬,০০০ টাকায় নিয়ে যেতে পারে।

Advertisement
Advertisement

অন্যদিকে মহার্ঘ ভাতাও হল মূল বেতনের একটি অংশ। বর্তমানে, মহার্ঘ ভাতা মূল বেতনের ৪৬ শতাংশের সমান। যদি মূল বেতন বাড়ে, তাহলে মহার্ঘ ভাতাও বাড়বে। যদি মূল বেতন ১৮,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকায় বাড়ে, তাহলে মহার্ঘ ভাতাও ১২,৪৬০ টাকা থেকে ১২,০৫৬ টাকায় বাড়বে।

Advertisement

Related Articles

Back to top button