টেক বার্তা

টাটার এই SUV গাড়িকে টেক্কা দিতে পারবেনা BREZZA বা CRETA, রয়েছে ৬টি এয়ার ব্যাগের নিরাপত্তা এবং ২৮ কিলোমিটারের মাইলেজ

ভারতের বাজারে এই গাড়িটি সব থেকে জনপ্রিয় কম্প্যাক্ট এসইউভি হয়ে উঠেছে।

Advertisement
Advertisement

ভারতে SUV গাড়ির ব্যাপারে মানুষের মতামত এখন অনেকটা পরিবর্তিত হয়েছে। এখন মানুষ এটাকে শুধুমাত্র একটি অ্যাডভেঞ্চার কার হিসেবে গ্রহণ করে না, বরং এটা এখন একটা পারিবারিক গাড়িতে পরিণত হয়েছে। শহরে এলাকার কথা বললে এখানকার মানুষ কম্প্যাক্ট এসইউভি বেশি পছন্দ করেন কারণ এগুলো ফুল সাইজ এসইউভির থেকে আকারে কিছুটা ছোট হয়। এ কারণে শহরের ভিড়ে রাস্তায় সহজে চালানো যেতে পারে সেই গাড়ি। অন্যদিকে স্থান এবং বৈশিষ্ট্যের কোন অভাব নেই এই গাড়িতে।। ফলে পরিবারের সকলের জন্য এই গাড়ি অত্যন্ত আরামদায়ক গাড়িতে পরিণত হয়। এই কোম্পানিগুলি তাদের কম্প্যাক্ট এসইউভি মডেলগুলিকে উন্নত করতে শুরু করেছে। এই গাড়িগুলি মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে। এগুলো বেশ সাশ্রয়ী এবং যার কারণে এগুলো মধ্যবিত্তের আশীর্বাদের থেকে কম কিছু নয়। এই গাড়ির সেগমেন্টের সবথেকে জনপ্রিয় গাড়ি হল MARUTI SUZUKI BREZZA। এছাড়াও রয়েছে HYUNDAI CRETA র মত কিছু গাড়ি। তবে টাটা কোম্পানি ও এরকম একটি গাড়ি বাজারে নিয়ে এসেছে যেখানে আপনি এমন কিছু বৈশিষ্ট্য পাবেন যা হয়তো অন্যান্য গাড়িতে আপনি পাচ্ছেন না। চলুন তাহলে সেই গাড়িটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

এখানে আমরা টাটা NEXON গাড়ির ব্যাপারে কথা বলতে চলেছি। সম্প্রতি টাটা কোম্পানিটি তাদের নেক্সনের ফেসলিফট মডেল প্রকাশ করে দিয়েছে। সেপ্টেম্বর মাসে এই গাড়িটি রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে। এক মাসে শুধুমাত্র ১৫৩২৫ ইউনিট বিক্রি হয়েছে এই গাড়ির, যা বার্ষিক ৬ শতাংশ থেকে বেশি। সেই তুলনায় ব্রেজার গাড়ি বিক্রি হয়েছে মাত্র ১৫ হাজার ইউনিট এবং ক্রেটা বিক্রি হয়েছে ১২৭১৭ ইউনিট। এর সাথেই নেক্সন ভারতের শীর্ষ পাঁচটি সেরা বিক্রি হওয়া গাড়ির তালিকায় জায়গা করে নিয়েছে।

Advertisement

এই গাড়িটির দুর্দান্ত ডিজাইনের ব্যাপারে বলতে গেলে, এই গাড়িতে আপনি একেবারে নতুন হেড ল্যাম্প দেখতে পাবেন। এর সাথেই রয়েছে সামনে একটি বাম্পার এবং রয়েছে একটি বনেট। এই গাড়িতে সম্পূর্ণ নতুন এবং স্পোটি ডিজাইন দেওয়া হয়েছে। এই গাড়িতে আপনি টেল ল্যাম্প পেয়ে যাবেন এবং পিছনে একটি বাম্পার পাবেন যার ডিজাইন একেবারে অনন্য। এই গাড়িতে নতুন মেটালিক কালার ব্যবহার করা হয়েছে। ইন্টেরিয়ার এর কথা বলতে গেলে আরো প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে এই গাড়িকে। এই গাড়ির সজ্জাসামগ্রী অনেকটা পরিবর্তন করা হয়েছে। আপনি লেদার সিটের বিকল্প পেয়ে যাবেন।। আসনগুলোকেও আরো আরামদায়ক করা হয়েছে এবং আরো কুশনিং বাড়ানো হয়েছে।

Advertisement
Advertisement

এর পাশাপাশি এই গাড়িতে বেশকিছু নতুন ফিচার দেওয়া হয়েছে। সবার আগে ফিচারের কথা বলতে গেলে, টাটা কোম্পানির এই গাড়ির সবথেকে বড় পরিচয় হলো নিরাপত্তা। এই গাড়িতে আপনি একটি আদর্শ বৈশিষ্ট্য হিসেবে ছয়টি এয়ার ব্যাগের সুরক্ষা পেয়ে যাবেন। ৩৬০ ডিগ্রী ক্যামেরা, রিয়ার পার্কিং সেন্সর, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, EBD, চাইল্ড লক এবং চাইল্ড সিট্ সহ অনেক ফিচার আপনি পাচ্ছেন। এই গাড়িতে একটি ১০.২৫ ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন। এ সাথে রয়েছে ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ক্লাইমেট কন্ট্রোল এসি, রিয়ার এসি ভেন্ট, ওয়ারলেস চার্জিং সহ বেশ কিছু প্রিমিয়াম ফিচার।

এখনো পর্যন্ত ইঞ্জিনে কোনো পরিবর্তন আনা হয়নি কোম্পানিটির তরফ থেকে। এখনো এই গাড়িতে পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন অপশন দেওয়া হচ্ছে কোম্পানির তরফে। এই গাড়িতে পেট্রোল ইঞ্জিন হিসেবে আপনারা পাচ্ছেন ১.২ লিটারের রেভট্রোন ইঞ্জিন। এই ইঞ্জিনটি ১১৩ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে। মাইলেজের কথা বলতে গেলে, এই গাড়িটি ২২ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে প্রতি লিটারে। যদি আমরা ডিজেল ইঞ্জিন এর কথা বলি তাহলে আপনারা পাচ্ছেন ১.৫ লিটারের একটি ইঞ্জিন যা ১১৮ বিএইচপি শক্তির উৎপন্ন করতে পারে। গাড়ির মাইলেজ প্রতি লিটারে ২৮ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

Advertisement

Related Articles

Back to top button