টেক বার্তা

ঘণ্টায় ছুটবে ১৩০ কিমি, আসতে চলেছে BMW-এর নতুন ইলেকট্রিক স্কুটার

ইতিমধ্যেই টেস্ট রান শেষ হয়েছে BMW Definition CE 04 ইলেকট্রিক স্কুটারের

×
Advertisement

গাড়ি বাইকের জগতে BMW সব সময়ই প্রথম সারির এক সংস্থা। জার্মান এই অটো জায়েন্ট আপাতত ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। BMW এর ইলেকট্রিক গাড়ি ইতিমধ্যেই লঞ্চ করেছে। এখন ইলেকট্রিক চুই চাকার যান নির্মাণে মন দিয়েছে জনপ্রিয় এই অটোমোবাইল কোম্পানি। সম্প্রতি তারা মন দিয়েছে BMW Definition CE 04 প্রস্তুতের দিকে।

Advertisements
Advertisement

BMW এর Definition CE 04 আসলে একটি ইলেকট্রিক স্কুটার। জানা গিয়েছে যে, খুব তাড়াতাড়ি তৈরি শুরু করা হবে এই স্কুটারকে। ইতিমধ্যেই উঠে এসেছে এই ই-স্কুটারের টেস্ট রানের ছবি। ভিড় রাস্তায় টেস্ট রান করানো হয়েছে এই স্কুটারটিকে। এই ই-স্কুটারকে দেখতে অনেকটা ডুকাটি এর স্পোর্ট ১০০০ Biposto এর মতো। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে বাইকটির ফাস্ট লুক। আকর্ষণীয় ডিজাইন যে দুই চাকা প্রেমীদের কাছে টানবে তা আর বলার প্রয়োজন হয়না। ২০২০ সালে প্রথম প্রকাশ করা হয়েছিল BMW Definition CE04 এর কথা। এর আগেও সংস্থা BMW C11 ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল।

Advertisements

কেমন ফিচার দেওয়া হবে Definition CE04 এ?

এই ইলেকট্রিক স্কুটারে V আকৃতির LED হেডল্যাম্প দেওয়া হয়েছে। সাথে রয়েছে LED ডেটাইম রানিং লাইট। এই ইলেকট্রিক স্কুটারের সামনের দিকে রয়েছে এই লাইট। তার সাথে রয়েছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন। সাধারণত অন্য সমস্ত ই-স্কুটারের থেকে লুকসের দিকে কিছুটা আলাদা এই ইলেকট্রিক স্কুটার। Definition CE04 এর পিছনের দিকে দেওয়া হয়েছে LED লাইট ইউনিট। জানা গিয়েছে যে ঘন্টায় ১৩০ কিমি গতিবেগের সাথে যেতে সক্ষম BMW এর C Evolution ই-স্কুটার। তবে এই স্কুটারের গতিবেগ সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ করেনি সংস্থা।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button