নিউজপলিটিক্সরাজ্য

বেসুরো বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস, শাহের বিরুদ্ধে দাগলেন তোপ

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথে দেখা করতে গিয়েছিলেন বিশ্বজিৎ দাস (Biswajit Das)। তারপর এমন বেসুরো হতে দেখে অনেকে তার দলবদলের কথাও তুলেছেন এইদিন। 

Advertisement
Advertisement

এইবার ‘বেসুরো’ হতে দেখা গেল গেরুয় শিবিরের বিধায়ক বিশ্বজিৎ দাসকে। মতুয়াদের ব্ল্যাকমেল করা হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ এইদিন তুললেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। সরাসরি তোপ দাগলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। এইদিন সাংবাদিক বৈঠক করে বিশ্বজিৎ দাস বলেন,”যারা ভোট দিয়েছেন, তারা সবাই নাগরিক। শান্তনু ঠাকুর মতুয়াদের নিয়ে রাজনীতি করছেন। দলকে ব্ল্যাকমেইল করছেন। নিজের স্বার্থ ছাড়া মতুয়াদের কথা ভাবছেন না। ভ্যাকসিনেশন শেষ হতে প্রায় ৫ বছর লাগবে। তাহলে মতুয়ারা নাগরিকত্ব কি সেই দিন পাবে? মতুয়াদের ব্ল্যাকমেল করা হছে।”

Advertisement
Advertisement

তিনি কেবল তোপ দেগেছেন এমনটাই নয়। সাংসদ শান্তনু ঠাকুরের থেকে উত্তর ও দাবি করেছেন বিধায়ক। প্রসঙ্গৎ উল্লেখ্য, বৃহস্পতিবারই ঠাকুরনগরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ঘোষণা করেন,”টিকাকরণ শেষ হলেও নাগরিকত্ব দেওয়া হবে। আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি আপনারা সবাই ভারতের নাগরিক হিসেবে সবকা সাথ, সাবকা বিকাশে সামিল হবেন। মমতা দিদি বলেছিলেন সিএএ হতে দেব না। কিন্তু আমরা সেল লোক, যারা যা বলে তাই করে ছাড়ে। আজ এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, ভ্যাকসিনের কাজ শেষ হলেই আপনাদের সবাইকে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।”

Advertisement

অমিত শাহের এই ঘোষণার পরদিনই শান্তনু ঠাকুরকে বিঁধে বিশ্বজিৎ দাসের (Biswajit Das) বিস্ফোরক অভিযোগ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, এর আগে বাজেট অধিবেশনের শেষদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। এমনকি সেদিন বিজেপি বিধায়ক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে হাত দিয়ে প্রণাম করেন বলেও খবর। আর তাতেই সেদিন থেকে তাঁর ‘ঘর ওয়াপসি’ নিয়ে জল্পনা উস্কে উঠেছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ সেরে বেরিয়ে সাংবাদমাধ্যমের প্রশ্নে দলবদলের প্রসঙ্গ এড়িয়ে যান বিশ্বজিৎ দাস। তার দাবি,”৯৬ লাখ টাকা পড়ে আছে। আমি সম্প্রতি আরও ১ কোটী ৮০ লাখ টাকা দিয়েছি। কিন্তু সেই টাকা কাজ করছেনা, এটাই বলতে এসেছিলাম।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button