নিউজপলিটিক্সরাজ্য

চড্ডা, নড্ডা, ফড্ডা করে গালি দিচ্ছেন, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিমানের 

Advertisement
Advertisement

ডায়মন্ড হারবারে জেপি নড্ডার কনভয়ে হামলাকে ঘিরে এইদিন তৃণমূলের সমালোচনা করলেন বিমান বসু। মুখ্যমন্ত্রী যেভাবে গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতিকে আক্রমণ করেছেন, সেই বিষয় নিয়ে এইদিন বামফ্রন্টের চেয়ারম্যান বিমানের প্রতিক্রিয়া,”চড্ডা, মড্ডা, ফড্ডা করে কথা বলতে গিয়ে গালি দিয়ে দিলেন। তার পরিণাম খুব খারাপ হবে। জাতীয় সংহতির পক্ষে বিপজ্জনক।”

Advertisement
Advertisement

গতকাল, বৃহস্পতিবার ধর্মতলায় তৃণমূলের কৃষক সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন,”কোনোদিন চিফ মিনিস্টার আসছে, হোম মিনিস্টার আসছে, কোনও দিন অন্য একটা মিনিস্টার আসছে। লোকের কাজ করেনা, কেবল চড্ডা, নড্ডা, গড্ডা, ফড্ডা, ভাড্ডা- এইসব চলে আসছে এক এক করে। শুধু ওরাই অনুষ্ঠান করবে, আর কেউ করবেনা। আর যেই দিন তাদের সভায় কেউ আসবেনা, তখন নিজেরাই সাজিয়ে রেখে নাটক করে। তার পরে সেটা ন্যাশনাল খবরে দেখায়, দেখো আমায় মারছে। আহারে!” এই মন্তব্যের উত্তরে এইদিন বিমান বাবু বলেন,” মুখ্যমন্ত্রী কাউকে যদি আক্রমণ করতে গিয়ে উত্তেজিত হয়ে চড্ডা, ফড্ডা, ছড্ডা বলেন, সেখানে বোধ হয় আমার কিছু বলা উচিৎ না। চড্ডা মানে পাঞ্জাবি। অর্থাৎ ছন্দ মিলিয়ে কথা বলতে গিয়ে গাল দেওয়া হল, তার পরিণাম খুবই খারাপ হতে চলেছে। এটি জাতীয় সংহতির জন্য বিপজ্জনক।”

Advertisement

এইদিন বিমান বসু আরও বলেন,”আমাদের রাজ্যে যেমন মুখ্যমন্ত্রী, তেমন সেই মুখ্যমন্ত্রীর বক্তব্য। শুনেছি নাকি তিনি ভাষাবিদ। আজ পর্যন্ত তার মুখে গভর্মেন্ট শুনলাম না। সবসময় কেবল গরমেন্ট। গভর্নেস কোথা থেকে আসবে। ইংরেজি ভাষায় কিভাবে বলতে নয়, তা পর্যন্ত জানেন না তিনি। হরিনাথ দে ভাষাবিদের পরে শুনলাম যে ভাষা বিদের কথা, তিনি হলেন মুখ্যমন্ত্রী।”

Advertisement
Advertisement

অন্যদিকে এদিন রাজ্যপালের পাশে দাড়াতে দেখা গিয়েছে বাম নেতাকে। তিনি বলেন,”সংবিধানের দায়বদ্ধতা মেনে শপথ গ্রহণ করতে হয়। তা মান্য করলে রাজ্যপালকে এই কথাগুলি বলতে হয় না। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ বাক্য গ্রহণ করেছেন। সেটা তার মেনে চলা উচিৎ।”

Advertisement

Related Articles

Back to top button