ভাইরাল & ভিডিওবিনোদন

Manisha Rani: কালো গাউনে রেড কার্পেটে হাঁটলেন মনীষা রানী, লাল ঠোঁটে দর্শকদের হৃদয় জয় করলেন

ভিডিওটি এখন পাপারাজ্জিদের পেজে ভাইরাল হয়েছে

Advertisement
Advertisement

বিগ বস ওটিটি সিজন ২ ভারতে একটা বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল একটা সময়ে। একটা দীর্ঘ সময় ধরে এই বিগ বস অনুষ্ঠানটি ভারতে একটা আলাদা জনপ্রিয়তা পেয়েছে। শুধুমাত্র সলমন খান এই অনুষ্ঠানের সঞ্চালক সেটার জন্যই না, এই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছিলেন, তারাও জনপ্রিয়তার দিক থেকে কিছু কম যান না। এই প্রতিযোগিদের মধ্যেই একজন ছিলেন বিহারের দাবাং গার্ল মনীষা রানী। সম্প্রতি তাকে দেখা গেল একটি অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটতে। কালো রংয়ের একটি গাউনে সেজে দুর্দান্ত কনফিডেন্সের সাথে সেই রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে গেলেন মনীষা। পাপারাজ্জিদের উদ্দেশ্যেও দিলেন পোজ।

Advertisement
Advertisement

কালো পোশাকে দুরন্ত স্টাইল প্রদর্শন মনীষার

এই ভিডিওতে দেখা যাচ্ছে মনীষা রানী একটি কালো রঙের গাউনে সুসজ্জিত হয়ে এই রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। অত্যন্ত সাধারণ মেকআপ থাকলেও, নজর কেড়েছে তার লিপস্টিকের শেড। এমনিতে তাকে দেখা যায় সব সময় নিউড শেডের লিপস্টিক ব্যবহার করতে অথবা ম্যাট লিপস্টিক ব্যবহার করতে। তবে এই অনুষ্ঠানের জন্য তিনি পছন্দ করেছেন গাঢ় লাল রঙের গ্লসি লিপস্টিকের শেড। সোশ্যাল মিডিয়াতে তার এই লুক অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং বহু মানুষ এই ভিডিও পছন্দ করেছেন।

Advertisement

লিপস্টিকের শেড মন কাড়লো দর্শকদের

ভাইরাল ভায়ানি নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে মনীষার এই দুরন্ত লুকের ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছিল। ভিডিওটি মনীষা রানীর ভক্তদের বেশ পছন্দ হয়েছে এবং সবাই এই ভিডিওর নিচে করছেন কমেন্ট। অধিকাংশ মানুষেরই কমেন্ট দেখা যাচ্ছে এই লিপস্টিকের শেড নিয়ে। অনেকেই বলছেন, তারাও বহুদিন ধরে চাইছিলেন যেন এই ধরনের শেড তিনি ব্যবহার করেন। অনেকে আবার তার পোশাক নিয়েও কমেন্ট করেছেন। অনেকেই বলছেন, মনীষার এই পোশাক এবং স্টাইল তার পার্সোনালিটিকে একেবারে ম্যাচ করে। একজন ব্যবহারকারী লিখেছেন, “মনীষা এই পোষাকে সত্যিই রানী লাগছেন”। সব মিলিয়ে এই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে।

Advertisement
Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Related Articles

Back to top button