বলিউডবিনোদন

জন্মদিনে ‘দাদাজি’র জন্য কী বার্তা দিল ছোট্ট আরাধ্যা, জানুন

×
Advertisement

৭৮-এ পা দিয়েছেন বিগ বি। ১১ ই অক্টোবর ছিল কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিন। আর জন্মদিন মানেই উপহারের পালা। বিগ বি যে গুচ্ছের উপহার পাবেন তা খুবই স্বাভাবিক। পরিবারের মানুষদের থেকে উপহার নেওয়ার পাশাপাশি অগণিত ভক্তদের থেকে একগুচ্ছ উপহার পেয়েছেন বিগ বি।

Advertisements
Advertisement

Advertisements

এই বছর করোনা আবহয়ের জন্য সেইরকম অতিরঞ্জিত কোন অনুষ্ঠানের আয়োজন করেননি বর্ষীয়ান অভিনেতা ও তাঁর পরিবার। তবে বহু ভক্তের শুভেচ্ছায় ধন্য বিগ বি।

Advertisements
Advertisement

এখনও পর্যন্ত তিনি যা উপহার পেয়েছেন, তাঁর মধ্যে সেরা হল এক ভক্তের দেওয়া উপহার। এই ভক্তের নাম দিব্যেশ, যিনি ১৯৯৯ সাল থেকে অমিতাভের সমস্ত ছবি সংগ্রহ করে এসেছেন। প্রায় দুই দশক ধরে প্রিয় অভিনেতার ছবি সংগ্রহ করছেন তিনি। শুধু ছবি সংগ্রহতেই থেমে থাকেননি দিব্যেশ। অমিতাভের জন্মদিন উপলক্ষে এদিন দিব্যেশ ১১টি চারাগাছ রোপণ করেছেন। এছাড়াও পরিবারের সবাই মিলে অঙ্গদানের প্রতিশ্রুতিও দিয়েছেন।

এদিকে ছোট্ট আরাধ্যা প্রিয় দাদাজির জন্য একটি ছবি পোস্ট করে লিখেছেন, “Love you always Dadaji Happy Birthday Dearest Dadajiiiii”

এ ছাড়াও অজয় দেবগণ, অনুষ্কা শর্মা, ভিকি কৌশল, ক্যাটরিনা কইফের মতো তারকারাও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অমিতাভকে।

Related Articles

Back to top button