নিউজরাজ্য

স্বামীজির জন্মদিনে বিবেকের ডাক কর্মসূচি গ্রহণ বিজেপির, হবে অরাজনৈতিক জনসভা

এবারে খাস কলকাতায় অরাজনৈতিক জনসভাতে দেখা যাবে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary)

Advertisement
Advertisement

আগামী মঙ্গলবার, স্বামী বিবেকানন্দের জন্ম দিবসের দিন পথে নামতে চলেছে বিজেপি। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে, সিমলা স্ট্রীট পর্যন্ত তারা মিছিল করতে চলেছে। এটি হতে চলেছে সম্পূর্ণ অরাজনৈতিক একটি মিছিল। এখানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), কৈলাস বিজয়বর্গীয় (Kailas Vijayvargiya), দিলীপ ঘোষ সহ আরো অনেকে।

Advertisement
Advertisement

বিজেপি তরফে এদিন শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda) জানিয়েছেন, স্বামীজীর জন্মদিনের দিন শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে তার বাড়ি পর্যন্ত মিছিল করবেন বিজেপি নেতৃত্ব। এই মিছিলে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন সহ আরো অনেক নেতা। এই মিছিলে বিজেপির কোন পতাকা ব্যবহার করা হবে না। শুধুমাত্র থাকবে স্বামীজীর ছবি এবং জাতীয় পতাকা। বিজেপির এই বিশেষ কর্মসূচির নাম দেওয়া হয়েছে,” বিবেকের ডাক।”

Advertisement

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে এবং পরে বেশকিছু অরাজনৈতিক জনসভা করেছেন শুভেন্দু অধিকারী। তবে সেগুলি সবকটাই জেলাতে। তবে এবারে খাস কলকাতায় অরাজনৈতিক সভায় দেখা যাবে শুভেন্দু অধিকারীকে। প্রসঙ্গত, কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল স্বামীজির জন্মদিনে ঢালাও কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়াও জানানো হয়েছিল শুধুমাত্র স্বামীজীর জন্মদিন নয়, নেতাজির জন্ম দিবস এবং প্রজাতন্ত্র দিবস জায়গায় জায়গায় পালন করা হবে সম্পূর্ণ মর্যাদায়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button