বিনোদনবলিউডভাইরাল & ভিডিওভোজপুরি

Amrapali-Nirahua: শাড়ি পরে ব্যাপক সুন্দরী আম্রপালিকে দেখে প্রকাশ্যে রোম্যান্স নিরাহুয়ার, ভাইরাল ভিডিও

ইউটিউবে ৯০ মিলিয়নের বেশি মানুষ এই ভাইরাল ভিডিওটি দেখেছেন

Advertisement
Advertisement

ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানে ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন।

Advertisement
Advertisement

আম্রপালি ও নিরহুয়ার রোমান্টিক জুটি

আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট হতে বাধ্য। নিজের ক্যারিয়ারে আম্রপালি দুবে বেশিরভাগ কাজ করেছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা নিরহুয়ার সাথে। অনস্ক্রিন বা রিয়েল ওয়ার্ল্ড সবেতেই এই দুই তারকার কেমিস্ট্রি বেশ মজবুত। তাঁরা সবসময় একসাথে থাকেন।

Advertisement

ভাইরাল ভিডিওতে রোম্যান্সের বিবরণ

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এই আম্রপালি ও নিরহুয়ার একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। তাদের নতুন গান ‘খেল হোগাইল’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং দর্শকদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। গানটিতে আম্রপালি দুবেকে বেশ বোল্ড এবং হট অবতারে দেখা যাচ্ছে। তাঁর এই নতুন লুক দর্শকদের মন কাড়তে সফল হয়েছে। এই জুটির অন-স্ক্রিন রসায়ন দর্শকদের সবসময়ই মুগ্ধ করে। গ্রামের দৃশ্য দেখানো হয়েছে এই গানে। রাতে আম্রপালি যে লোকদের মধ্যে বসে ছিল, সেখান থেকে উঠে, একা গিয়ে নিরহুয়ার সাথে রোমান্স করেন তিনি। ভিডিওটি ৯০ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। আর প্রচুর মানুষ লাইক ও কমেন্ট করেছেন। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে ঘরের দরজা বন্ধ করে একলা এখানেই দেখে নিন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button