বিনোদনভাইরাল & ভিডিওভোজপুরি

Romantic Video: শ্বেতা শর্মার সাথে সাহসী রোম্যান্স নীলকমল সিং-এর, ভিডিও দেখলেন ৩ কোটি মানুষ

নতুন করে ভোজপুরি ইন্ড্রাস্ট্রিতে জায়গা করে নিচ্ছেন নীলকমল সিং

Advertisement
Advertisement

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও।

Advertisement
Advertisement

ভোজপুরি জগতে নতুন তারকা নীলকমল সিং

ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ছাড়াও এখন ব্যাপক জনপ্রিয় খেসারি লাল যাদব, পবন সিং প্রমুখরা। তবে নতুন করে ভোজপুরি ইন্ড্রাস্ট্রিতে জায়গা করে নিচ্ছেন নীলকমল সিং।

Advertisement

ভাইরাল ভিডিওর বিবরণ

আজকাল সকলের ঠোঁটে নীলকমল সিংয়ের নাম। তার গানগুলো ইউটিউবে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আজ প্রতিটি শিশু নীলকমলের নাম জানে। এবার তাঁর একটি নতুন মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। এতে নীলকমলের সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন শ্বেতা শর্মা। নীলকমল সিং এবং শ্বেতা শর্মার উপর চিত্রায়িত ‘তেল মাল দুঙ্গা’ গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে সাহসী পোশাকে নজর কেড়েছেন অভিনেত্রী। নীলকমল সিং এবং শ্বেতা শর্মার এই ভিডিওটি সারেগামা হাম ভোজপুরি চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। প্রায় ৩ কোটি মানুষ এই ভিডিওটি দেখেছেন। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button