বিনোদনভোজপুরি

Bhojpuri Video: দক্ষিণের তারকা মেঘাশ্রীকেও রেহাই দেননি খেসারি লাল যাদব, ঘরে একা দেখুন এই ভিডিও

গানটি মুক্তির মাত্র কয়েকদিনের মধ্যেই ইউটিউবে প্রায় ৬ লক্ষ মানুষ এটি দেখেছেন

Advertisement

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের।

এই ভোজপুরি সিনেমার জগতে ব্যাপক জনপ্রিয় হলেন খেসারি লাল যাদব। ভোজপুরী সিনেমার জনপ্রিয় তারকা খেসারি লাল যাদবের নতুন গান ‘মাক্ষান লাগাই ঢাক্কান লাগাই’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই গানটি ‘সাংঘর্ষ ২’ সিনেমার এবং গানটিতে খেসারি লাল যাদবের সাথে অসাধারণ নাচ পরিবেশন করেছেন মেঘাশ্রী। মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে, খেসারি লাল যাদব এবং মেঘাশ্রী একটি সুন্দর গ্রাম্য পরিবেশে নাচ করছেন। গানটির তাল মনোমুগ্ধকর এবং খেসারি লাল যাদব এবং মেঘাশ্রীর কেমিস্ট্রি দর্শকদের মন ছুঁয়ে গেছে।

গানটি মুক্তির মাত্র কয়েকদিনের মধ্যেই ইউটিউবে প্রায় ছয় লক্ষ মানুষ এটি দেখেছেন এবং ৬৩ হাজার মানুষ লাইক দিয়েছেন। গানটির কথা এবং মিউজিক দিয়েছেন কৃষ্ণা বেদারদি এবং গানটি গেয়েছেন খেসারি লাল যাদব এবং শিল্পী রাজ। এই গানটি ভোজপুরী সিনেমার অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। অনেকেই গানটির তালে তাল মিলিয়ে নাচছেন এবং খেসারি লাল যাদব এবং মেঘাশ্রীর নাচের প্রশংসা করছেন। যারা এখনও এই গানটি শুনেননি তারা দেরি না করে শুনে নিন এবং খেসারি লাল যাদব এবং মেঘাশ্রীর অসাধারণ নাচ উপভোগ করুন।

Related Articles

Back to top button