নিউজপলিটিক্সরাজ্য

ক্ষমতায় আসলে বাংলার ভূমিপূত্র হবেন মুখ্যমন্ত্রী, জানালেন অমিত শাহ

Advertisement
Advertisement

ক্ষমতায় এলে বাংলার ভূমি পত্র হবেন মুখ্যমন্ত্রী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের বিশেষ সাক্ষাতকারে এ দিন এরকম মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি তিনি মমতা সরকারকে একাধিক বিষয়ে তুলোধোনা করে খোঁচা দিয়েছেন। মমতা সরকারের বিরুদ্ধে তিনি বলেছেন, এই সরকারের আমলে কোন কাজ হয়নি। এই সরকারের উপরে বাংলার মানুষ হতাশ। শুধুমাত্র তোলাবাজি হয়েছে। এত ভয় এর মধ্যেও মানুষের বিজেপিতে যোগদান করছেন। আমরা ২০০ পার করব। সরকার এবারে আমরাই গড়বো।

Advertisement
Advertisement

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলা নিয়ে মন্তব্য করতে গিয়ে অমিত সাহা বললেন,”উনার উপর বিজেপি শাসিত রাজ্যে হামলা হলে উনি কি করতেন? কেন্দ্রীয় সরকার সংবিধান মেনে কাজ করছে। এমন একটি পরিস্থিতিতে একটি জাতীয় দলের সভাপতির সুরক্ষা এই রাজ্যে নেই। আমরা এখনো লড়াই করছি।

Advertisement

পাশাপাশি মুখ্য সচিব এবং ডিজির তলবের প্রসঙ্গে তিনি বললেন, গতকাল বৈঠক সম্পন্ন হয়েছে। দেশের এমন কোন রাজ্য নেই যেখানে ৩০০ এর বেশি কর্মী হত্যা হয়েছে। বাংলার মানুষ সম্পূর্ণ বিষয় জানে। উনি নিজে সমস্ত সভা করতে পারবেন কিন্তু বিজেপির সভা করতে গেলে উনার অসুবিধা। এখানে তো কোন কিছু অনুমতি দেওয়া হয় না। পাশাপাশি কৃষক আন্দোলন দ্রুত মিটবে বলে তিনি আশা করেছেন।

Advertisement
Advertisement

দুইদিনের রাজ্যসভা পড়ে এসে প্রথমে অমিত শাহ পৌঁছেছেন রামকৃষ্ণ মিশনে এবং শহীদ ক্ষুদিরাম বসুর বাড়িতে। সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করার পর তিনি সরাসরি সভামঞ্চে গিয়ে বক্তব্য রাখা শুরু করেছেন। এই সভা থেকে শুভেন্দু অধিকারী সহ তার ঘনিষ্ঠ আরো বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন আজ। সব মিলিয়ে শনিবারে রাজ্য রাজনীতি বেশ সরগরম রয়েছে।

Advertisement

Related Articles

Back to top button