টলিউডবিনোদন

Serial TRP List: পুরনোদের টেক্কা নতুনদের, খড়ি-মিঠাইকে পিছনে রেখে এগিয়ে পঞ্চমী-পর্ণা, রইল তালিকা

Advertisement
Advertisement

বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! তবে চলতি সপ্তাহে, একেবারে ওলট-পালট হয়ে গিয়েছে চলতি সপ্তাহের টিআরপি তালিকা। খড়ি ও মিঠাইকে জনপ্রিয়তার দৌড়ে পিছনে ফেলেছে নতুন ধারাবাহিকগুলি। সকলকে পিছনে ফেলে চলতি সপ্তাহের টিআরপি তালিকায় একে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। এগিয়ে রয়েছে ছোট পর্দার নতুন সদস্য পঞ্চমী ও পর্ণাও।

Advertisement
Advertisement

চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই শোরগোল দর্শকমহলে। একেবারে অপ্রত্যাশিতভাবে জায়গা বদল হয়েছে সমস্ত ধারাবাহিকের। টেলিভিশনের পর্দায় খুব সম্প্রতি শুরু হয়েছে এক ঝাঁক নতুন ধারাবাহিক। আর এখন দর্শকদের পছন্দ অনুযায়ী তারাই টেক্কা দিচ্ছে পুরনোদের। এবার নজর রাখা যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকায়।

Advertisement

দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর:

Advertisement
Advertisement

১) জগদ্ধাত্রী- ৯.২ (জি বাংলা)
২) খেলনা বাড়ি- ৮.৩ (জি বাংলা),
অনুরাগের ছোঁয়া- ৮.৩ (স্টার জলসা)
৩) গৌরী এলো- ৮.০ (জি বাংলা)
৪) বাংলা মিডিয়াম- ৭.৮ (স্টার জলসা)
পঞ্চমী- ৭.৮ (স্টার জলসা)
৫) নিম ফুলের মধু- ৭.৬ (জি বাংলা)
৬) আলতা ফড়িং- ৭.৩ (স্টার জলসা)
৭) গাঁটছড়া- ৬.৬ (স্টার জলসা)
৮) মিঠাই- ৬.৫ (জি বাংলা)
৯) সাহেবের চিঠি-৬.৪ (স্টার জলসা)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৪ (জি বাংলা)
১০) এক্কা দোক্কা- ৬.৩ (স্টার জলসা)

বলাই বাহুল্য, চলতি সপ্তাহের টিআরপি তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিকগুলি। খুব কম সময়ের মধ্যেই জি বাংলার ‘নিম ফুলের মধু’, স্টার জলসার ‘পঞ্চমী’ ও ‘বাংলা মিডিয়াম’ জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। টিআরপি তালিকাতেও অনেক পুরনো ধারাবাহিককে টেক্কা দিয়েই এগিয়ে রয়েছে তারা। তবে ‘গাঁটছড়া’ ও ‘মিঠাই’এর রেটিং চলতি সপ্তাহের টিআরপি তালিকায় খুব একটা ভালো নয়। অনেকটাই পিছিয়ে রয়েছে এই দুই ধারাবাহিক। তালিকা অনুযায়ী, তারা যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে। এই সপ্তাহের টিআরপি তালিকা রীতিমতো অবাক করেছে দর্শকমহলের একাংশকে।

Advertisement

Related Articles

Back to top button