ক্রিকেটখেলা

খুব শীঘ্রই টিম ইন্ডিয়ার সাথে যুক্ত হতে চলেছেন শচীন টেন্ডুলকার! ‘মাস্টার ব্লাস্টারকে’ বোঝাতে মরিয়া জয় শাহ

Advertisement
Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআইয়ের সচিব জয় সাহা নিজের কর্মকাণ্ডে সর্বদা তৎপর। টিম ইন্ডিয়ার সর্বাঙ্গীণ উন্নতিকল্পে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন তিনি। বর্তমানে ভারতীয় ক্রিকেট দল মহান তিন ক্রিকেটারের তত্ত্বাবধানে রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে রয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নব নিযুক্ত হয়েছেন ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। তাছাড়া ন্যাশনাল ক্রিকেট একাডেমীর প্রধান পদে নিযুক্ত হয়েছেন ভিভিএস লক্ষ্মণ।

Advertisement
Advertisement

তবে ভারতীয় দলের সাথে এখনো পর্যন্ত সরাসরি যুক্ত হননি মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। এবার ভারতীয় দলে মাস্টার ব্লাস্টারকে যুক্ত করতে মরিয়া হয়ে উঠেছেন সচিব জয় শাহ। কিছুদিন পূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীও এই প্রসঙ্গ নিয়ে কথা বলেছিলেন। তবে শচীন টেন্ডুলকার ভারতীয় ক্রিকেট দলের জন্য কোন ভূমিকায় অবতীর্ণ হবেন তা নিয়ে স্পষ্ট করেননি কেউ।

Advertisement

ইতিপূর্বে শচীন টেন্ডুলকার ভারতীয় প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তারপর থেকে ক্রিকেটের সাথে প্রায় সম্পর্ক ছিন্ন করেছেন মাস্টার ব্লাস্টার। শচীন টেন্ডুলকারকে ভারতীয় দলের সাথে যুক্ত করতে তার সাথে ইতিমধ্যে কথা বলেছেন সচিব জয় শাহ।

Advertisement
Advertisement

টাইমস অফ ইন্ডিয়ার প্ৰতিবেদনে বলা হয়েছে, “জয় শাহ বেশ কিছুদিন মিডিয়ায় কোনও বক্তব্য রাখেননি। তবে নিজের দায়িত্বের বিষয়ে উনি বেশ ওয়াকিবহাল। যেমন- রাহুল দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার হেড কোচ পদে নিয়োগ। লক্ষ্মণকে এনসিএ-র প্রধান হিসেবে দায়িত্বে আনা। যেটুকু আমরা জানি, বর্তমানে উনি শচীনকে বুঝিয়ে শুনিয়ে অদূর ভবিষ্যতে কোনও না কোনও পদে আনতে চান।”

Advertisement

Related Articles

Back to top button