ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সাবধান! দেশজুড়ে বন্ধ হতে পারে ব্যাংকিং পরিষেবা

Advertisement
Advertisement

ভোডাফোন আইডিয়া, এয়ারটেলের পর কেন্দ্রের কাছে বিপুল বকেয়া অর্থের কারণে সংকটে মার্কিন স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা সংস্থা Hughes নেটওয়ার্ক সিস্টেম। গত বছরের শেষের দিকে দীর্ঘ দিনের বকেয়া ‘অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ’ (AGR) বাবদ কেন্দ্রকে ১ লক্ষ ৪৭ হাজার কোটি টাকা শীঘ্রই মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।সেই কারণে বিপাকে পড়েছে ভারতী এয়ারটেল, ভোডাফোনেরর মতো বৃহৎ টেলিকম সংস্থার পাশাপাশি Hughes নেটওয়ার্ক সিস্টেম। AGR বাবদ এই মার্কিন স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা সংস্থার বকেয়া অর্থের পরিমান দাঁড়িয়েছে ৬০০ কোটি টাকা।

Advertisement
Advertisement

এই বকেয়া মেটানোর মতো অর্থের অভাবে ভারতে তাদের পরিষেবা বন্ধ করতে পারে এই সংস্থা, আর এদেশে তাদের ব্যবসা বন্ধ করলে দেশের হাজারের বেশি ব্যাংকিং পরিষেবা তীব্র সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা। ভারতের বিপুল সংখ্যক ব্যাংকে ব্রডব্যান্ড পরিষেবা যদি Hughes বন্ধ করে দেয় তাহলে দেশজুড়ে ব্যাংকিং ব্যাবস্থা দারুনভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা। শুধু ব্যাঙ্কিং পরিষেবাই নয় সেইসঙ্গে ভারতীয় নৌসেনা, সেনাবাহিনী এবং রেলের কাজকর্ম বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন : শেষ সময় ২৮ ফেব্রুয়ারি, এই কাজ না করলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ

Advertisement
Advertisement

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই পরিস্থিতিতে গত ২০ ফেব্রুয়ারি Hughes-এর ভারতীয় শাখার প্রেসিডেন্ট পার্থ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কে একটি চিঠি পাঠিয়েছেন সেখানে তিনি জানিয়েছেন কেন্দ্রকে বকেয়া ৬০০ কোটি মেটানোর মতো অর্থ তাদের নেই। এই পরিস্থিতিতে AGR-এর বকেয়া মেটাতে দেউলিয়ার মুখোমুখি হতে হবে ব্রডব্যান্ড পরিষেবা Hughes এর।

Advertisement

Related Articles

Back to top button