নিউজদেশ

Bank Holiday: 4 ফেব্রুয়ারি থেকে 11 দিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে, RBI ছুটির তালিকা প্রকাশ করেছে

১১ দিনের মধ্যে ৭ দিন হলো সাপ্তাহিক ছুটি এবং ৪ দিন হলো অন্যান্য সরকারি ছুটি

Advertisement
Advertisement

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সারা দেশে মোট ১১ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে ৭ দিন হলো সাপ্তাহিক ছুটি (রবিবার) এবং ৪ দিন হলো অন্যান্য সরকারি ছুটি। ব্যাংক বন্ধ থাকায় গ্রাহকরা তাদের ব্যাংকের শাখায় যেসব কাজ করতে চান তা করতে পারবেন না। যেমন, নতুন অ্যাকাউন্ট খোলা, টাকা জমা করা, টাকা উত্তোলন, চেক বই তোলা, ঋণ নেওয়া ইত্যাদি। ব্যাংক বন্ধ থাকার তালিকাটি আগে থেকে জেনে নিলে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় কাজগুলি আগে থেকেই সেরে নিতে পারবেন।

Advertisement
Advertisement

ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা:

Advertisement

4 ফেব্রুয়ারি 2024: রবিবারের কারণে ব্যাংকগুলিতে সরকারী ছুটি থাকবে।

Advertisement
Advertisement

10 ফেব্রুয়ারি 2024: দ্বিতীয় শনিবারের কারণে এই দিনে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

11 ফেব্রুয়ারী 2024: রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।

14 ফেব্রুয়ারি 2024: বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার কারণে ত্রিপুরা, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

15 ফেব্রুয়ারি 2024: লুই-এনগাই-নি-এর কারণে এই দিনে মণিপুরে ব্যাঙ্ক ছুটি থাকবে।

18 ফেব্রুয়ারি 2024: এই দিনে রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

19 ফেব্রুয়ারি 2024: এই দিনে, ছত্রপতি শিবাজি জয়ন্তীর কারণে মহারাষ্ট্রে ব্যাঙ্ক ছুটি থাকবে।

20 ফেব্রুয়ারি 2024: এই দিনে, রাজ্য দিবসের কারণে মিজোরাম এবং অরুণাচল প্রদেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।

24 ফেব্রুয়ারি 2024: দ্বিতীয় শনিবারের কারণে এই দিনে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

25 ফেব্রুয়ারি 2024: রবিবারের কারণে এই দিনে ব্যাংকগুলিতে সরকারী ছুটি থাকবে।

26 ফেব্রুয়ারী 2024: Nyokum এর কারণে এই দিনে অরুণাচল প্রদেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।

ব্যাংকের ছুটি সম্পর্কে আগে থেকেই জেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ভালো। বর্তমানে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা থাকায় কিছুটা হলেও এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন গ্রাহকরা। মোবাইল ব্যাংকিং, UPI এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তারা ব্যাংকের অনেক কাজ সম্পন্ন করতে পারবেন। তবে জরুরি কাজের জন্য ব্যাংকে যেতে হলে আগে থেকেই জেনে নিয়ে যেতে হবে যে ব্যাংক খোলা আছে কিনা।

Advertisement

Related Articles

Back to top button