টেক বার্তা

Bajaj CT 125X নাকি Hero Splendor 125, কোন বাইকটি সবথেকে বেশি পাওয়ারফুল, জানুন মাইলেজ ও পারফরমেন্স

ভারতে যে দুটি বাইক এই মুহূর্তে সবথেকে বেশি জনপ্রিয়, সেগুলি হল যথাক্রমে বাজাজ CT 125X ও Splendor 125

Advertisement
Advertisement

ভারতের বাজারে বিক্রির তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে যে কয়টি বাইক, তাদের মধ্যে অন্যতম BAJAJ CT 125X ও HERO SUPER SPLENDOR। কিছুদিন আগেই বাজাজ মোটর ১২৫ সিসি রেঞ্জে তাদের নতুন বাইক BAJAJ CT 125X লঞ্চ করে দিয়েছিল। ভারতীয় বাজারে এই বাইকটির সরাসরি প্রতিযোগিতা ছিল হিরো কোম্পানির হিরো সুপার স্প্লেন্ডার বাইক এর সঙ্গে। তাই আজ আমরা এই দুটি বাইকের স্পিসিফিকেশন এবং দামের একটা তুলনামূলক আলোচনা করব।

Advertisement
Advertisement

বাজাজ কোম্পানির CT 125X বাইক যদি আপনি কেনেন তাহলে আপনি এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন তিনটি কালার অপশন। এই বাইকটিতে আপনারা পাচ্ছেন ১২৪.৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার কুল DTSI ইঞ্জিন। অন্যদিকে হিরো সুপার স্প্লেন্ডার বাইক এ আপনারা পাচ্ছেন ১২৪.৭ সিসি ক্ষমতা বিশিষ্ট এয়ার এবং অয়েল কুল্ড, ৪ স্ট্রোক ইঞ্জিন। বাজাজ CT 125X বাইকটি সর্বাধিক ৮ হাজার আরপিএম গতিতে ১০.৯ পিএস পাওয়ার উৎপন্ন করতে পারে এবং ৫০০০ আরপিএম গতিতে ১১ নিউটন মিটার সর্বাধিক টর্ক তৈরি করতে পারে। অন্যদিকে হিরো সুপার স্প্লেন্ডার বাইকের ইঞ্জিন ৭৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১০.৭ বিএইচপি পাওয়ার তৈরি করতে পারে এবং ৬০০০ আরপিএম গতিতে ১০.৬ নিউটন মিটার সর্বাধিক টর্ক তৈরি করতে পারে।

Advertisement

Bajaj CT 125X উচ্চতা ৭০০ মিলিমিটার এবং এই বাইকের হুইলবেস ১২৮৫ মিলিমিটার। এই বাইকের সিটের উচ্চতা ৮১০ মিলিমিটার। অন্যদিকে হিরো সুপার স্প্লেন্ডার বাইক এর উচ্চতা ২০৫১ মিলিমিটার এবং এর হুইল বেস ১২৭৩ মিলিমিটার। এই বাইকের সিটের উচ্চতা ৭৯৮ মিলিমিটার। বাজাজের বাইকটিতে আপনারা সামনে ২৪০ মিলিমিটারের ডিস্ক অথবা ১৩০ মিলিমিটারের ড্রাম ব্রেক পেয়ে যাবেন। অন্যদিকে, পিছনে চাকায় রয়েছে ১৩০ মিলিমিটারের ডিস্ক ব্রেক। সেফটির কথা বলতে গেলে, এই বাইকে আপনারা পিছন দিকে সিবিএস সিস্টেম পেয়ে যাচ্ছেন। অন্যদিকে হিরো সুপার স্প্লেন্ডার বাইক এর সামনে আপনারা পাচ্ছেন, ২৪০ মিলিমিটারের ডিস্ক ব্রেক অথবা ১৩০ মিলিমিটারের ড্রামব্রেক অপশন। এছাড়াও পিছনের চাকায় রয়েছে ১৩০ মিলিমিটারের সিন্ক্রো ব্রেক সিস্টেম।

Advertisement
Advertisement

বাজাজের বাইকে ফ্রন্ট স্ট্রোক ১২৫ সিসি টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। পিছনের দিকে ১০০ মিলিমিটার স্ট্রোক, এসওএস ইঞ্জিন নাইট্রক্স সাসপেনশন রয়েছে। হিরো সুপার স্প্লেন্ডার এর সামনে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। এছাড়াও পিছন দিকে রয়েছে ফাইভ স্টেপ এডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজরবার। দামের ব্যাপারে বলতে গেলে বাজাজের বাইকটির দিল্লির এক্স শোরুমে দাম ৭১,৩৫৪ টাকা। অন্যদিকে হিরো সুপার স্প্লেন্ডার বাইকের দিল্লির শোরুমে দাম ৭৭,৫০০ টাকা। তবে এই দুটি দাম ড্রাম ব্রেক অপশনের। ডিস্ক ব্রেক অপশনের দাম এর থেকে কিছুটা বেশি।

Advertisement

Related Articles

Back to top button