ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

যাত্রীদের জন্য খারাপ খবর, ১ ডিসেম্বর থেকে আর চলবেনা লম্বা রুটের ট্রেন, দেখুন ভারতীয় রেলের নিয়ম

এই নিয়মের ভিত্তিতে এবার থেকে সব ট্রেন বাতিল হচ্ছে

Advertisement
Advertisement

উত্তর ভারতে এখন ব্যাপক শীত শুরু হয়েছে, যার কারণে কিছু জায়গায় ঘন কুয়াশা এবং তুষারপাত দেখা যাচ্ছে। ঘন কুয়াশার কারণে অবস্থা এতটাই খারাপ যে পথচারীদেরও প্রবল সমস্যায় পড়তে হচ্ছে। ভবিষ্যতে ঠাণ্ডা ও কুয়াশা বৃদ্ধির কারণে ট্রেন চলাচলে অনেক সমস্যা হতে চলেছে বলে জানাচ্ছেন আবহবিদরা। ঘন কুয়াশার পরিপ্রেক্ষিতে উত্তর-পূর্ব রেলওয়ে এখন পাঁচ জোড়া ট্রেন আগামী তিন মাসের জন্য বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। বারাণসী শহর সহ পূর্বাচলের বিভিন্ন স্টেশন থেকে চলা এই ট্রেনগুলিকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে এসব ট্রেন বাতিলের নির্দেশ জারি করা হয়েছে।

Advertisement
Advertisement

এই তালিকায় রয়েছে বারাণসী শহর সহ পূর্বাচলের বিভিন্ন স্টেশন থেকে চলা ট্রেন। বেনারস স্টেশনের জনসংযোগ আধিকারিকের মতে, বারাউনি- আম্বালা হরিহরনাথ এক্সপ্রেস (ট্রেন নম্বর 14523-24), আনন্দ বিহার টার্মিনাস-সীতাগড় লিচ্ছাভি এক্সপ্রেস (ট্রেন নম্বর 1400506), মুজাফফরপুর-প্রয়াগরাজ রামবাগ বাপুধাম (ট্রেন নম্বর 12537-38) গোরোখপুর – বেনারস সিটি এক্সপ্রেস (ট্রেন নং 15129-30) এবং বালিয়া-আনন্দ বিহার টার্মিনাল সাপ্তাহিক এক্সপ্রেস (ট্রেন নম্বর 04055-56) ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

পিআরও অনুসারে, বেনারস-নিউদিল্লি কাশী বিশ্বনাথ এক্সপ্রেস (ট্রেন নম্বর 15127) মঙ্গলবার এবং শুক্রবার বাতিল থাকবে এবং নতুন দিল্লি-বেনারস কেভি এক্সপ্রেস (ট্রেন নম্বর 15128) বুধবার এবং শনিবার বাতিল থাকবে। ছাপড়া-দুর্গ সারনাথ এক্সপ্রেস (ট্রেন নম্বর 15159) সোমবার, বুধবার এবং শনিবার বাতিল থাকবে এবং দুর্গ-ছপড়া সারনাথ এক্সপ্রেস (ট্রেন নম্বর 15160) মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার বাতিল থাকবে। একই সময়ে, বেনারস-দেরাদুন জনতা এক্সপ্রেস (ট্রেন নম্বর 15119) সোম, বৃহস্পতি এবং শনিবার এবং দেরাদুন-বেনারস জনতা এক্সপ্রেস (ট্রেন নম্বর 15120) প্রতি মঙ্গল, শুক্র এবং রবিবার বাতিল করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button