Today Trending Newsকলকাতানিউজ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে ঘেরাও রাজ্যপাল, কালো পতাকা দেখাল পড়ুয়ারা

Advertisement
Advertisement

মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভের সম্মুখীন হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। পূর্ব ঘোষণা মতো এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে হাজির হন রাজ্যপাল। তিনি ক্যাম্পাসে ঢুকতেই ছাত্রছাত্রীরা তাঁর গাড়ি ঘিরে ফেলে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। রীতিমতো ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় রাজ্যপালের বিরুদ্ধে। দেখানো হয় কালো পতাকাও। জাতীয় নাগরিক পঞ্জিকরণ ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা।

Advertisement
Advertisement

এদিন রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখার সঙ্গে সঙ্গে রাজ্যপালের বিরোধিতায় মুখর হয়ে ওঠে পড়ুয়ারা। রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে ছাত্রছাত্রীরা। ‘রাজ্যপালকে চায় না’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জিকরণের বিরুদ্ধেও স্লোগান ওঠে। রাজ্যপালের গাড়ি আটকে কালো পতাকা দেখায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ‘রাজ্যপাল গো ব্যাক’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্ত্বর।

Advertisement

আরও পড়ুন : প্রতিবাদ আরও তীব্র করতে NRC র বিরুদ্ধে জোট বাঁধার চেষ্টা মুখ্যমন্ত্রীর

Advertisement
Advertisement

ছাত্রছাত্রীদের এই বিক্ষোভে সামিল হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনও। ফলে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা রক্ষীরা রাজ্যপালের গাড়ি ঘিরে রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, বিক্ষোভরত ছাত্রছাত্রীরাও প্রতিবাদে অনড় রয়েছেন।

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধঙ্কড় যোগ দিলে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আগেই খবর পাওয়া গিয়েছিল। সেই কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবর্তনে আচার্য তথা রাজ্যপালকে না ডাকার সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সেই সিদ্ধান্তে আচার্য হিসেবে রাজ্যপাল ব্যতীত হয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি।

Advertisement

Related Articles

Back to top button