দেশনিউজ

প্রত্যেকদিন প্রতি কেন্দ্র থেকে ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে, চিন্তা করবেন না, আশ্বাস আশ্বিনি কুমার চৌবের

Advertisement
Advertisement

পাটনা: আমেরিকায় আজ থেকে করোনার ভ্যাকসিন সরবরাহ শুরু হলেও ভারতে এখনও পর্যন্ত ভ্যাকসিন কবে বাজারে আসবে তার সদুত্তর মেলেনি। তবে আগামী বছরের শুরুতেই ভ্যাকসিন চলে আসতে পারে বলে আশার বাণী শুনিয়ে রেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট করে দিনক্ষণ কিছু বলা হয়নি। তবে জবেই ভ্যাকসিন দেশে আসুক না কেন, প্রত্যেক ভারতীয় নাগরিকদের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে, এমনটাই বার্তা দিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে।

Advertisement
Advertisement

আজ, সোমবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন তিনি। কবে ভ্যাকসিন পাওয়া যাবে এবং কাদের কাদের অগ্রাধিকার দেওয়া হবে এই প্রশ্নের উত্তরে অশ্বিনী কুমার বলেছেন, ‘আমরা ভ্যাকসিন সংরক্ষণের জন্য সরঞ্জামের বন্দোবস্ত করছি। ভ্যাকসিন কীভাবে বিভিন্ন রাজ্যে বন্টন করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। এক একটি কেন্দ্র থেকে প্রতিদিন ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। সুতরাং, নিশ্চিন্তে থাকুন। প্রত্যেকে ভ্যাকসিন পাবেন।’ এভাবেই সকলকে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অশ্বিনী কুমার।

Advertisement

তবে এদিন শুধু ভ্যাকসিন প্রসঙ্গে প্রতিশ্রুতি দেওয়া নয়, এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করেছেন অশ্বিনী কুমার। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল ও বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে ফেলে দেবে। অমিত শাহ বাংলার ওপর নজর রাখছেন বলেও তিনি জানিয়েছেন। অন্যদিকে, রাহুল গান্ধীকে আর্জি জানিয়েছেন যে, মহাত্মা গান্ধী দেশের জনক। তাই জাল গান্ধী হয়ে রাহুল যেন দেশের ক্ষতি না করেন। তবে এর পাশাপাশি তিনি এদিন কৃষি আন্দোলনের বিরোধিতা করে কেন্দ্রের কৃষি আইনের পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেছেন, স্বাধীনতার ৭০ বছর পর একমাত্র নরেন্দ্র মোদি এভাবে কৃষকদের কথা ভাবছে। কৃষকদের আয় দ্বিগুণ করার কথা ভেবেছে। কেন্দ্রীয় সরকার যা এর আগে কোনও দিন কেউ করেনি। এভাবেই আজ পাটনার সাংবাদিক সম্মেলনে কার্যত বিস্ফোরক মেজাজে দেখা গিয়েছে অশ্বিনী কুমারকে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button