এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং পাক অধিনায়ক বাবুর আজম কথোপকথনে ব্যস্ত রয়েছেন। যেখানে বাবর আজমের উদ্দেশ্যে রোহিত শর্মা বলছেন,”ভাই এবার বিয়ে করে নাও।” রোহিতের পরামর্শের জবাবে অবশ্য বাবর আজম জানিয়েছেন,”এক্ষুনি নয়।” এদিকে রোহিত শর্মার সাথে সাক্ষাৎ করার পূর্বে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মনোভাব বিনিময় করতে দেখা গেছে বাবর আজমকে।আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার পূর্বে চরম প্রস্তুতি নিচ্ছেন বিরাট কোহলি। বিগত তিন বছরেরও বেশি সময় ধরে তার ব্যাটে তিন অঙ্কের গণ্ডি পার হতে দেখেনি ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই বিরাটের ব্যাট জ্বলে উঠতে দেখা গেছে। তাই আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে কোহলির নিকট অধিক প্রত্যাশা রেখেছে ক্রিকেটপ্রেমীরা। এদিকে, প্রায় এক মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন বিরাট কোহলি। তাই, পাকিস্তানের বিরুদ্ধে তার প্রত্যাবর্তন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।©️ meets ©️#AsiaCup2022 pic.twitter.com/OgnJZpM9B1
— Pakistan Cricket (@TheRealPCB) August 27, 2022
IND vs PAK: ভাই এবার বিয়ে করে নাও, বাবরকে পরামর্শ দিলেন রোহিত শর্মা
আফগানিস্তান এবং শ্রীলংকার মধ্যকার ম্যাচ দিয়ে এশিয়া কাপ ২০২২-এর শুভ উদ্বোধন হলো আজ। তবে এশিয়া কাপের প্রথম ম্যাচ শুরু হলেও ভ্রুক্ষেপ নেই ক্রিকেটপ্রেমীদের। এর কারণ অবশ্য আর কিছুই নয়, আগামীকাল…

আরও পড়ুন