বিনোদনভাইরাল & ভিডিও

Muskan Baby: ঘরের মধ্যেই হরিয়ানভি গানের তালে উদ্দাম কায়দায় নাচ মুসকান বেবির, ভাইরাল ভিডিওটি দেখুন

ভাইরাল ভিডিও দেখে একদল নেটিজেন মুসকান বেবির কার্ভি ফিগারের জাদুতে বিভোর হয়ে গেছেন

Advertisement
Advertisement

আজকের দিনে হরিয়ানভি বিভিন্ন ধরনের নাচ এবং গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে থাকে। হরিয়ানভি জনপ্রিয় নৃত্যশিল্পীরা সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় এবং তিনি তার সিজলিং এবং হট স্টাইলের জন্য ব্যাপক পরিচিত। সোশ্যাল মিডিয়াতে তাঁদের সৌন্দর্য দেখতে সবাই ভিড় করেন। সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র নবপ্রজন্মের মানুষরাই নয় বৃদ্ধরাও তার নাচের জন্য পাগল হয়ে যায়।

Advertisement
Advertisement

হরিয়ানভি ড্যান্স শোয়ের জনপ্রিয়তা

বর্তমানে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হয় হরিয়ানভি স্টেজ ড্যান্স শো। কেউ যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আপনি অবশ্যই স্বপ্না চৌধুরীকে চিনবেন। এক প্রকার ইন্টারনেট দুনিয়াতে সর্বদাই লাইমলাইটে থাকছেন এই তারকা। তার স্টেজ শো দেখতে ভিড় জমান প্রায় হাজার হাজার মানুষ। তবে আজকাল হরিয়ানভী ইন্ড্রাস্ট্রিতে স্বপ্না চৌধুরী ছাড়াও জনপ্রিয়তা পাচ্ছেন বেশ কয়েকজন তারকা। তাঁদের স্টেজ শো দেখতেও প্রচুর মানুষ চলে আসেন। তেমনই এক তারকা হলেন মুসকান বেবি।

Advertisement

মুসকান বেবির ভাইরাল ভিডিও

নতুন করে হরিয়ানভি ইন্ড্রাস্ট্রিতে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে এই মুসকান বেবি। তাদের স্টেজ শোতে হাজার হাজার মানুষ ভিড় জমান। তবে এবারের ভাইরাল ভিডিওতে ঘরের মধ্যে নাচের ভিডিও বানিয়ে পোস্ট করেছেন মুসকান। সেই ভিডিও দেখতে রীতিমত ইন্টারনেট দুনিয়াতে ভিড় করেছেন ফ্যানরা। হরিয়ানভি গানের তালে তুমুল নাচ করেছেন ওই ড্যান্সার। টাইট সাদা রঙের সালোয়ার কামিজ পরে লাফিয়ে লাফিয়ে শরীর দুলিয়ে নাচ করেছেন তিনি। তাঁর কার্ভি ফিগারের জাদুতে বিভোর হয়ে গেছেন একদল নেটিজেন। এই নাচের ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। এই রিল ভিডিও প্রচুর মানুষ দেখেছেন ও ৯ হাজারের বেশি মানুষ লাইক করেছেন। কেউ কমেন্ট করে বলেছেন, ‘নাইস‘। আবার কেউ বলেছে, ‘সুপার‘। আপনিও এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button