Today Trending Newsদেশনিউজ

ক্ষমতায় আসতে মরিয়া কেজরিওয়ালের সরকার, প্রকাশ করল ‘গ্যারান্টি কার্ড’

Advertisement
Advertisement

নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারা দেশে জ্বলছে আগুন, প্রতিদিনই বিজেপি বিরোধী দলগুলি তাদের লাগাতার কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে। রাস্তায় নেমেছেন প্রথম সারির নেতা-নেত্রীবৃন্দ। বিজেপি বিরোধী দলগুলি বারবার স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে কেন্দ্রের এই আইন তারা মানেন না এবং তাদের অধিকৃত রাজ্যে তা কখনই লাগু হবে না।

Advertisement
Advertisement

সব বিজেপি বিরোধী দলগুলির মতই প্রতিবাদে নেমেছিল দিল্লির সরকার আম আদমি পার্টি বা AAP। স্বচ্ছ সরকার ও নাগরিক পরিষেবাকে হাতিয়ার করে এবার নির্বাচনে নামতে চলেছে আম আদমি পার্টি। আগামী ২২ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তারপর ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন হবে ৭০ টি আসনে। ১১ ফেব্রুয়ারি ভোট গননা এবং ফলাফল ঘোষনা করা হবে।

Advertisement

আরও পড়ুন : দিল্লির লড়াইয়ে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ, থাকছে চমক

Advertisement
Advertisement

ভোটের জন্য তোরজোর শুরু করেছে দিল্লির রাজনৈতিক দলগুলি। গত ২০১৫ এর বিধানসভা ভোটে ৭০ টির মধ্যে আপ পায় ৬৭ টি আসন এবং বিজেপি পায় তিনটি আসন। তবে দিল্লির এবারের বিধানসভা ভোটে বিজেপি জেতার হাতিয়ার হল সিএএ।

এদিন অরবিন্দ কেজরিওয়াল তার দলের কথা মত গ্যারান্টি কার্ড প্রকাশ করেন। যেই কার্ডে দিল্লির মানুষকে আগামী পাঁচ বছর তারা ক্ষমতায় আসলে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে সেই বিষয়ে খসড়া। তবে তিনি বলেন এটি তার দলের নির্বাচনী ইস্তাহার নয়।

আরও পড়ুন : কংগ্রেস, সিপিআইএম এবং টিএমসি হিন্দু-বিরোধী, তাই সিএএ-র বিরোধিতা করছে : দিলীপ ঘোষ

আগামী পাঁচ বছর তারা ক্ষমতায় আসলে যে যে সুবিধা গুলি দেওয়া হবে বলে জানানো হয়েছে ওই কার্ডের মাধ্যমে তা হল, ২৪ ঘণ্টা বিদ্যুতের পরিষেবা, এবং বিনামূল্যে দেওয়া হবে ২০০ ইউনিট বিদ্যুৎ। ২৪ ঘণ্টা পাণীয় জলের পরিষেবা, যা আগামী পাঁচ বছরে ২০ হাজার লিটার করার লক্ষ্য রাখা হয়েছে। আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা।

মহিলাদের পাশাপাশি পড়ুয়াদের বিনামূল্যে বাসে যাতায়াত, সরকারি বিদ্যালয়ে ভালো মানের পড়াশুনা, সুস্থ আবহাওয়া, যমুনার সংস্কার, প্রত্যেক বস্তিবাসীকে পাকা ঘর, ৩০০ শতাংশ দূষণ মুক্ত পরিবেশ এছাড়াও গোটা দিল্লিকে সিসিটিভির আওতায় মুড়ে ফেলা সহ একাধিক প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button