কেরিয়ার

ভারতের ইতিহাসে এই প্রথমবার ইন্ডিয়ান আর্মিতে এত বড় চাকরির সুযোগ, বেতন প্রায় ২ লাখ ২০ হাজার টাকা

কিভাবে আবেদন করবেন জেনে নিন

Advertisement
Advertisement

ভারতীয় সেনাতে চাকরি করার জন্য একটা দারুণ সুযোগ নিয়ে এসেছে ভারতীয় সেনা চয়ন বোর্ড। ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েব সাইটে জারি করা হয়েছে একটি চাকরির নোটিফিকেশন। প্রাদেশিক সেনা অধিকারের পদে কাজ করার সুবর্ণ সুযোগ ভারতের যুবকদের জন্য। সর্বোপরি যারা চীনা ভাষা দু-ভাষী রয়েছেন, তাদের জন্য এই সুযোগটা আরো বড়। আগামী ১০ই আগস্ট ২০২২ পর্যন্ত এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া চলবে। পুরুষ এবং মহিলা সবাই এই চাকরির আবেদন করতে পারবেন। ভূতপূর্ব সৈনিকরাও সুযোগ পাবেন এই চাকরিতে আবেদন জানানোর। যে কয়টি শূন্য পদ রয়েছে তার মধ্যে পাঁচটি জেনারেল পরীক্ষার্থীদের জন্য থাকলেও একটি পদ রয়েছে প্রাক্তন সৈনিকদের জন্য। যাদের কাছে চীনা ভাষার কোন কোর্সের শংসাপত্র রয়েছে, মূলত তাদের জন্য এই চাকরি।

Advertisement
Advertisement

এই ভর্তি প্রক্রিয়া অনুযায়ী যারা যারা চাকরি পেতে চলেছেন তাদের মাসিক বেতন হতে চলেছে বেশ ভালই। যারা ১০ লেভেলের লেফটেন্যান্ট হবেন তাদের মাসিক বেতন থাকবে ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত। যারা ১০এ লেভেলের ক্যাপ্টেন থাকবেন তাদের মাসিক বেতন হবে ৬১ হাজার ৩০০ টাকা থেকে ১ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা পর্যন্ত। যারা একাদশ লেভেলের মেজর হবেন তাদের মাসিক বেতন ৬৯ হাজার ৪০০ টাকা থেকে শুরু করে ২ লাখ ৭ হাজার ২০০ টাকা পর্যন্ত। যারা ১২এ লেভেলের লেফটেন্যান্ট কর্নেল হবেন তাদের বেতন ১ লক্ষ ২১ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা পর্যন্ত। যারা ১৩ লেভেলের কর্নেল হবেন তাদের বেতন ১ লক্ষ ৩০ হাজার ৬০০ টাকা থেকে ২ লক্ষ ১৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত প্রতি মাসে। যারা ১৩এ লেভেলের ব্রিগেডিয়ার হবেন তাদের বেতন ১ লক্ষ ৩৯ হাজার ৬০০ টাকা থেকে ২ লক্ষ ১৭ হাজার ৬০০ টাকা প্রতি মাসে।

Advertisement

কিভাবে এপ্লাই করবেন?

Advertisement
Advertisement

যারা এই পদের জন্য আবেদন করতে চান, তাদের নির্দিষ্ট ফরম ভর্তি করে তার হার্ডকপি — ডিরেক্টরেট জেনারেল টেরিটোরিয়াল আর্মি, ইন্টিগ্রেটেড হেডকোয়ার্টার্স অফ মিনিস্ট্রি অফ ডিফেন্স, ব্লক এ, চতুর্থ তল, ডিফেন্স অফিস কমপ্লেক্স, কেজি মার্গ, নিউ দিল্লী – ১১০০১ — এই ঠিকানায় পাঠাতে হবে। কেবলমাত্র ইন্ডিয়া পোস্ট এর মাধ্যমে আবেদন পত্র পাঠানো যেতে পারে।

ন্যূনতম যোগ্যতা –

ইউজিসি স্বীকৃত যেকোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে চীনা ভাষায় স্নাতক ডিগ্রি থাকতে হবে সেই ব্যক্তির। অথবা কোন একটি মান্যতা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় অথবা সংস্থান থেকে দুই বছরের ইন্টারপ্রিটারশিপ ডিপ্লোমা অথবা এইচএসকে লেভেল ফোর এর সাথে যে কোন বিষয় নিয়ে স্নাতক হতে হবে।

এছাড়া যদি প্রাক্তন সার্ভিস অফিসার কেউ হয়ে থাকেন, তাদের নূন্যতম কোন একটি এসএফএল/এইসি ট্রাগ কলেজ এবং সেন্টার থেকে চীনা ভাষার একটি ইন্টারপ্রিটারশীপ ডিপ্লোমা ডিগ্রি গ্রহণ করতে হবে। তার সাথেই ন্যূনতম কোন একটি ভাষা নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকতে হবে।

Advertisement

Related Articles

Back to top button