মিউজিকবলিউডবিনোদন

Arijit Singh Injured: উচ্ছ্বসিত ভক্তের কারণেই আহত অরিজিৎ, গান না গাওয়ার সিদ্ধান্ত গায়কের

×
Advertisement

অরিজিৎ সিং নামটা অপরিচিত নয় কারোর কাছেই। মুর্শিদাবাদের মধ্যবিত্ত ঘরের ছেলেটাই আজ গানের হাত ধরে পৌঁছে গিয়েছে গোটা বিশ্বের মানুষের কাছে। সামনে থেকে তার গান একবার শোনার অপেক্ষায় অনন্তকাল অপেক্ষা করতেও রাজি তার ভক্তরা। তবে অনেকসময় গায়ককে সামনে দেখে উত্তেজিত হয়ে পড়েন ভক্তমহলের একাংশ। আর ঐ মুহূর্তেই কিছু কিছু ক্ষেত্রে নিজেদের প্রিয় গায়ককে আঘাত করে ফেলেন তারা। বুঝে হোক কিংবা না বুঝে ঘটে যায় সেই ঘটনা। সম্প্রতি তেমনই এক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

Advertisements
Advertisement

Advertisements

কয়েকদিন আগে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে একটি লাইভ পারফর্ম্যান্স ছিল অরিজিৎ সিংয়ের। এদিন শো শুরু হওয়ার পর গান গাওয়ার সময় নিজের এক মহিলা ভক্তের দ্বারা আহত হন তিনি। প্রতিটি পারফর্ম্যান্স চলাকালীই গান গাওয়ার মাঝে নিজের সামনে থাকা ভক্তদের কাছাকাছি যান গায়ক। তাকে একবার ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দেন অনেকেই। তাদের কাউকেই নিরাশ করেন না তিনি। এদিনও তার অন্যথা হয়নি। তবে এর মাঝেই ঘটে বিপত্তি। গায়কের সাথে হাত মেলানোর জন্য তাড়াহুড়োতে তার হাত ধরে টান মারেন এক মহিলা ভক্ত। আর যার ফলস্বরূপ হাতে চোট পান অরিজিৎ। সেকথা ভাইরাল হওয়া ঝলকে স্পষ্ট বলতেও শোনা গিয়েছে গায়ককে। তৎক্ষণাৎ গানও থামিয়ে দেন তিনি।

Advertisements
Advertisement

গান থামিয়ে দেওয়ার পরেই যে মহিলা ভক্তের দ্বারা তিনি হাতে চোট পেয়েছিলেন, তার সাথেই অল্প কথা কাটাকাটিতে জড়িয়ে যান গায়ক। তিনি স্পষ্ট ভাষায় তাকে স্টেজে উঠে আসতে বলেন। বলেন, তিনি তার হাত ধরে রীতিমতো জোরে টেনেছেন। খুব ঠান্ডা মাথায় ভদ্রতা বজায় রেখেই এদিন গোটা বিষয়টি সামলাতে দেখা গিয়েছিল গায়ককে। পাবলিক শোতে খুব একটা মেজাজ হারাতে দেখা যায় না অরিজিৎ সিংকে। তবে এদিনের ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই একাংশের মত, সত্যিই তিনি জোরে চোট পেয়েছিলেন, তা নাহলে এতটা উত্তেজিত হতেন না। উল্লেখ্য, এদিন বারবার সকলের সামনেই গায়কের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন ঐ মহিলাভক্ত।‌ বলাই বাহুল্য, এই মুহূর্তে ঐ দিনের গোটা ঝলকটি এখন রীতিমতো ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। যার সূত্র ধরে নেটজনতার অধিকাংশের মত, শিল্পীদের তাদের যোগ্য সম্মান দেওয়া উচিৎ। সূত্রের খবর, এই ঘটনার পর তিনি নিজের পারফর্ম্যান্স শেষ করেই মঞ্চ ছেড়েছিলেন।

Related Articles

Back to top button