টেক বার্তা

খুব শীঘ্রই নতুন আপডেটেড ভার্সনে ভারতের বাজারে আসবে হিরো গ্ল্যামার XTEC, ডিস্কব্রেক এবং জিপিএস ট্রাকিং সহ পেয়ে যাবেন আরও কিছু নতুন সুবিধা

নিরাপত্তা আরো বেশি হবে এই বাইকের

×
Advertisement

বিশ্বের সবথেকে বড় মোটরসাইকেল প্রস্তুতকারক হিরো মোটোকর্পের নতুন বাইক Hero Glamour Xtec ইতিমধ্যেই বাজারে আসার প্রস্তুতি নিতে শুরু করেছে। এই নতুন বাইকে একটি জিপিএস ট্র্যাকার এবং আরো শক্তিশালী ইঞ্জিন রয়েছে বলে খবর। হিরো গ্ল্যামার সব সময় ভারতীয় মোটরসাইকেল চালকদের কাছে অত্যন্ত প্রিয় একটি বাইক। এই বাইকে যুক্তিসঙ্গত দাম এবং নির্ভরযোগ্য পারফরমেন্স রয়েছে। আশা করা যায় এই আপডেট এই বাইককে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে।

Advertisements
Advertisement

হিরো গ্ল্যামার বাইকের অন্যান্য আপডেটের মধ্যে একটি হলো জিপিএস ট্র্যাকার। মনে করা হচ্ছে এই বাইকে এবিএস সিস্টেম এবং ডিস্ক ব্রেক থাকবে। এই বাইকের ডিজিটাল ডিসপ্লেতে আরো বেশি স্টোরেজ স্পেস দেওয়া হতে পারে। নতুন ইঞ্জিনটি ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত মাইলেজ অফার করবে বলে আশা করা হচ্ছে। এই নতুন বাইকে কিক স্টার্ট এবং বৈদ্যুতিক সেলফ স্টার্ট থাকতে চলেছে। যদিও এখন কিক স্টার্ট খুব একটা বেশি ব্যবহার করা হয় না। এই বাইকটিতে Emission BSVI ফেজ ২ ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে কারণ এটি দেশে নতুন চালু হওয়ার সমস্ত দুই চাকার গাড়ি এবং চার চাকার গাড়িতে রয়েছে।

Advertisements

আপগ্রেড করা উপাদান এবং ইঞ্জিনের ফলে জ্বালানি দক্ষতা কিছুটা হলেও বাড়বে এই বাইকের। এই বাইকে আপনারা আরো আরামদায়ক রাইড পেতে পারবেন। আজকের তরুণদের কাছে হিরো গ্ল্যামার আরো আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। যারা সাশ্রয়ী মূল্যের মধ্যে একটি টেকসই বাইক খুঁজছেন তাদের কাছে হিরো গ্ল্যামার এর এই নতুন বাইক আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। নতুন বৈশিষ্ট্য এবং উন্নত কর্মদক্ষতার জন্য এই বাইকটি পরিচিত হতে চলেছে। খুব সামান্য হয়তো দাম বাড়বে এই বাইকের। তবে যে ফিচার এই বাইকে দেওয়া হয়েছে, সেই তুলনায় হিরো গ্ল্যামার এর নতুন এডিশন বেশ ভালো।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button