নিউজপলিটিক্সরাজ্য

ও মূর্খ, রাখাল বাগাল, দিলীপের ‘দিদির পুলিশ দাদার পুলিশ’ মন্তব্যের পাল্টা অনুব্রত

Advertisement
Advertisement

ট্রাম্পের হারের সঙ্গে মোদির হারকে তুলনা করার পরে এবারে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কে মূর্খ বলে তুলোধোনা করলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। কিছুদিন আগে দিলীপ মন্তব্য করেছিলেন, ” এবারের নির্বাচনে দাদার পুলিশ আসবে, দিদির পুলিশ বসে খৈনি খাবে।” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন দিলীপের বিরুদ্ধে জোরালো আক্রমণ করলেন অনুব্রত।

Advertisement
Advertisement

শুধু দিদির পুলিশ দাদার পুলিশ নয়, হলদিয়ার সভা থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন এবারের ভোট লুট করতে এলে, শ্মশানে পাঠিয়ে দেওয়া হবে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনুব্রত বলেন, কোন দলের সভাপতি কি শ্মশানে পাঠিয়ে দেবার কথা বলতে পারেন? তুমি সবাইকেই তিনি শ্মশানে পাঠিয়ে দেন তাহলে তিনি থাকবেন কার সঙ্গে? তৃণমূল এই সব কথা বলেনা। সবার উন্নয়ন করার জন্য সবার পাশে থাকার জন্য রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি আরো বলেন, নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। লোকসভা এবং বিধানসভা ভোটের দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর ওপর পড়ে। এখানে দিদির পুলিশ বা দাদার পুলিশ বলে কিছু নেই। ও এটা জানেনা। ও মূর্খ, রাখাল বাগাল। পাশাপাশি তিনি বুথ ভিত্তিক সভায় কেন্দ্রের নীতি নিয়ে বিজেপি কে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, মানুষ বুঝে গিয়েছে, তারা কাদের হাতে দেশের ভার তুলে দিয়েছেন।

Advertisement
Advertisement

বীরভূমের ফলাফল নিয়েও তাকে মন্তব্য করতে শোনা গেল। তিনি বলেছেন, বীরভূমের ১১টি এবং পূর্ব বর্ধমানের ৩টি আসনের সব কটিতে জয়লাভ করবে তৃণমূল। শেষে দলের পুরোনো কর্মী দের ফিরিয়ে আনার বার্তাও দিয়েছেন কেষ্ট দা ওরফে অনুব্রত মণ্ডল।

Advertisement

Related Articles

Back to top button